কাজিপুরে ৪৯০ জন মেধাবী শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ ট্যাবলেট
লিমন খান: কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্প থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাবলেট) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার শহিদ এম.মনসুর আলী আধুনিক অডিটরিয়ামে এ বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাজিপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ কাজিপুর, আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার রেফাসউদ্দিন মাস্টার, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদা খাতুন, গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির শ্যামল কুমার দত্ত,পৌর মেয়র আব্দুল মান্নান তালুকদার, কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।