মোঃ রাকিব হাসান, সিরাজগঞ্জ- আগামী ৫ জুন কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার আগে থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।
প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন এলাকা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ফেস্টুন, পোস্টার পোস্টারে ছেয়ে গেছে উপজেলার ৪টি ইউনিয়ন।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া প্রতীকে এস.এম শহিদুল্লাহ সবুজ, আনারস প্রতীকে আব্দুল মতিন চৌধুরী, দোয়াত কলম প্রতীকে সেলিম রেজা, মোটরসাইকেল প্রতীকে মো. আবু ইউসুফ আলী, কাপ পিরিচ রেজাউল করিম।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চশমা প্রতীকে মো. সেলিম রেজা, টিউবওয়েল প্রতীকে মো. আনিছুর রহমান ভূইয়া, তালা প্রতীকে হাফিজুর রহমান, উড়োজাহাজ প্রতীকে শরিফুল ইসলাম মঞ্জু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাঁস প্রতীকে তাহমিনা ওয়াজেদ মেরীনা, প্রজাপতি প্রতীকে সম্পা রহমান, ফুটবল প্রতীকে উম্মে নূর পিয়ারা, কলসি প্রতীকে মোছা. সেফালী খাতুন।