তরিকুল ইসলাম, রংপুর প্রতিনিধি:- মঙ্গলবার (২২ অক্টোবর) রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির (রংপুর আঞ্চলিক কমিটি) একটি প্রতিনিধি দল। তাঁরা নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কিছু সময় একান্তে আলোচনা করেন।
এসময় কলেজের বর্তমান অবস্থার নানাবিধ বিষয় এবং আগামী ১০ নভেম্বর কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন তাঁরা। অধ্যক্ষ মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিনিধি দলের কথাগুলো দীর্ঘ সময় ধরে শুনেন এবং কলেজ প্রশাসের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। এসময় প্রতিনিধি দলের সদস্যরা অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জানা যায়, অধ্যক্ষ মহোদয় এই কলেজেরই একজন প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি প্রাক্তন ছাত্র সমিতির আজীবন সদস্য হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির আজীবন সদস্য জনাব প্রফেসর মোঃ রোজাইন, রংপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও সমিতির আজীবন সদস্য জনাব মোঃ মনিরুল হক প্রধান, নির্বাহী সদস্য জনাব প্রফেসর মোঃ নাসির উদ্দীন, দপ্তর সম্পাদক জনাব মাহবুবুল হক প্রিন্স ও মোঃ সোহেল প্রমূখ।