তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার ঃ
জয়পুরহাটের কালাইয়ে ঘন-কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে
এনামুল হক (৩৯) নামে এক ট্রাকচালক মৃত্যু হয়েছেন। এ ঘটনায় অপর
দুই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। রোববার সকালে কালাই-বগুড়া
মহাসড়কে কালাই পৌরশহরের ঠুশিগাড়ী (ব্র্যাক অফিস) এলাকায় এই
দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে
এসে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিন থেকে নিহত চালকের লাশ উদ্ধার
করে। নিহত ট্রাকচালক এনামুল হক জয়পুরহাট শহরের একাডেমি নগর
মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে সব
যানবাহন হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করছে। এর মধ্যে জয়পুরহাট
থেকে একটি বালু বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল, অপর দিকে বগুড়া
থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের জয়পুরহাট দিকে
যাচ্ছিল। পথিমধ্যে কালাই পৌরশহরের ঠুশিগাড়ি এলাকায় ব্র্যাক অফিসের
সামনে বালু ও রড় বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়
দুই ট্রাকের ক্যাবিন দুমড়ে-মুচড়ে যায়। বালু বোঝাই ট্রাকের চালক ও
সহকারী পালিয়ে গেলেও রড় বোঝাই ট্রাকের চালক স্টিয়ারিংয়ের চাপে
আটকে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে
ক্যাবিন কেটে নিহত চালককে বের করেন।
এসব তথ্য নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ
হোসেন বলেন, ঘন কুয়াশার কারনেই মুলত এই দূর্ঘটনাটি ঘটেছে।
মৃত্যুর ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে অপর
ট্রাকের চালক ও সহকারীকে আইনের আওতায় আনা হবে।