মোঃ আল আমিন।জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই ইউনিয়নের শীবসুমদ্র গ্রামে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন এক কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার (১৭)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ শিক্ষার্থী নিজেই৷
এদিকে ঘটনার পর থেকে প্রেমিক আঃ মোমিন পলাতক রয়েছেন। পলাতক প্রেমিক আব্দুল মোমিন একজন প্রবাসী। তিনি প্রবাস থেকে ছুটি নিয়ে বাড়িতে এসে বিয়ের প্রলোভনে ওই কলেজ ছাত্রীকে তার নিজ বাড়িতে রেখে পালিয়ে যান। এঘটনায় মেয়েটি প্রবাসী আব্দুল মোমিনের বাড়িতে গত তিনদিন যাবৎ বিয়ের দাবিতে অনশনে রয়েছেন।
স্থানীয়রা জানান, বিয়ের দাবিতে তিনদিন থেকে প্রেমিক আঃ মুমিনের বাড়িতে অবস্থান নেন ওই কলেজ শিক্ষার্থী। কিন্তু প্রেমিক মুমিন পলাতক থাকায় তার স্বজনরা ওই শিক্ষার্থীকে মোমনিনের বাড়িতেই রেখেছেন৷ এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
ভুক্তভোগী কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার জানান, দুবছর আগে উপজেলার মাত্রাই ইউনিয়নের শীবসমুদ্র গ্রামের আঃ রাজ্জাকের ছেলে আঃ মোমিনের সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একই এলাকার হওয়ায় প্রায়ই দুজন বিভিন্ন স্থানে দেখা করতাম। আমাকে বিয়ে করবে বলে গত (১১ফেব্রুয়ারি) বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে আসার কথা বলে আমাকে রেখে কৌশলে পালিয়ে যায়।
এদিকে আঃ মোমিনের বাবা মোঃ আঃ রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার ছেলে বাসায় আসলে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে নেয়া হবে।’
কলেজ শিক্ষার্থী বাবা হাশেম আলী বলেন, যেহেতু মেয়ে তার ভালো মন্দ বোঝে, শিক্ষিত মেয়ে, কলেজে পড়াশুনা করে, মোমিন বিয়ের আশ্বাসে বাড়িতে নিয়ে আমার মেয়েকে রেখে পালিয়ে গেছে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি মান সম্মান যা যাবার তা তো চলেই গেছে। ছেলে বাড়িতে আসুক আমরা স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করে বিয়ের দেয়ার ব্যবস্থা করব৷