কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের যৌথ উদ্যোগে শহরের বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে শহরের বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০)এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে ১ টি দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৭০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতামূলক পাঁচ হাজার(৫০০০/-) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেনস কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমরা সব সময় এই অভিযান অব্যাহত রাখবো।