কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফুল শিক্ষা বৃত্তি'র আওতায় পরীক্ষা-২০২৪ অনুষ্ঠত হয়েছে।
শনিবার ২৩ নভেম্বর সকাল ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ি ডিগ্রী কলেজে ফাইট আনটিল লাইট(ফুল) এর আয়োজনে ফুল শিক্ষা বৃত্তির আওতায় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত উপজেলার ১০১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৫ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে ২য় বারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা হল পরিদর্শন করেন, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান , ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজেলা শিক্ষা অফিসার আকবর কবীর, ফুলবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু।
এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইয়াসিন আলী, ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, উপস্থিত ছিলেন।
উল্লেখ ফুলবাড়ী ডিগ্রী কলেজে পাবলিক পরীক্ষায় একসাথে ২০১৫ জনজন শিক্ষার্থী অংশগ্রহণ করেনি। এটি প্রথমবারের মত যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করলেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)।