কুড়িগ্রাম,প্রতিনিধিঃ ফুলবাড়ী উপজেলার ১৭০০ হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ। রবিবার ২৪ নভেম্বর সকাল ৯ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর বাস্তবায়নে এবং ইসলামিক রিলিফ ইউ এসএ – এর অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে ফুলবাড়ী ইউনিয়নের হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন কার্যক্রম করেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ ছাবেদ আলী, ফুলবাড়ী সদর ৩ নং ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, প্রজেক্ট অফিসার মাহফুজার একেএম মাহফুজ আলম, মনিটরিং অফিসার আবু সাঈদ, সহকারী প্রজেক্ট অফিসার রবিউল ইসলাম প্রমূখ।
এরপর ১১ টায় শিমুলবাড়ি ইউনিয়নে ২৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ কালে শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া(সোহেল), সচিব বেলার হোসেন সহ আরো অনেকে।
উল্লেখ উপজেলায় ৪ ইউনিয়নে ১৭০০ পরিবার এ শীত বস্ত্রের সুবিধা ভোগ করবে। আজ সদর ফুলবাড়ী ৫০ টি ও শিমুলবাড়ি ইউনিয়নে ২৫০ টি মোট ৩০০ পরিবারের মাঝে বিতরন করা হয়েছে এবং আগামীকাল নাওডাঙ্গায় ইউনিয়নে ৭০০ টি ও বড়ভিটা ইউনিয়নে ৭০০ টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে।
প্রতিটি পরিবার ২ টি কম্বল, ২ টি শাল চাদর ও ১ টি করে সোয়েটার পাবে।