1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৯০ হাজার ডলার » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আড়াই কেজি চালে মিলছেনা এক কেজি আলুর বীজও রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসে ঘুষ ছাড়া মিলবেনা খতিয়ান-নকশা মাস্ক-বিবেককে ১ লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ট্রাম্প সবার স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান বেড়েছে টিকিটের দাম কমেছে দর্শক মালদ্বীপের কাছে বাংলাদেশের হার সরকার চাইলেই মাঠ ছাড়বে সেনাবাহিনী: কর্নেল ইন্তেখাব জয়পুরহাটে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মান্দায় বিএনপি’র গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত কালাইয়ে বোনের বাড়িতে মাছ নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু ফুলবাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা রাণীনগরে সাংবাদিকের উপর হামলা নিখোঁজের ৮ দিন পর গর্ত থেকে পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় প্রশিকার স্মার্ট লিগ্যাল এইড কর্মসূচির মতবিনিময় সভা অনুষ্ঠিত  উল্লাপাড়ায় এক যোগে সার ডিলারদের ব্যবসা মনিটরিং

ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৯০ হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
বিটকয়েনের দাম উঠেছে ৯০ হাজার ডলারে
print news

একটি বিটকয়েনের দাম প্রায় ৯০ হাজার ডলারে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তার ওপর ভিত্তি করেই বিটকয়েনের এই রমরমা অবস্থা। আর্থিক বাজারের প্রত্যাশা, ট্রাম্প প্রশাসন ক্রিপ্টো–বান্ধব হবে।

রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম চলতি সপ্তাহে চড়চড় করে বাড়ছে। গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বিটকয়েনের দাম ২৫ শতাংশেরও বেশি বেড়েছে। এশিয়ায় আজ মঙ্গলবার একটি বিটকয়েন বিক্রি হয়েছে ৮৯ হাজার ৬৩৭ ডলারে।

মূল্যবৃদ্ধির দৌড়ে বিটকয়েন পাল্লা দিচ্ছে ইলন মাস্কের টেসলার সঙ্গে। ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে টেসলার শেয়ারের দাম বেড়েছে ৪০ শতাংশ। বিনিয়োগকারীরা মনে করেছেন, ট্রাম্পের বন্ধুরা এবং যেসব বিষয়ে তাঁর আগ্রহ আছে, সেসব বিষয় তিনি ক্ষমতায় থাকা অবস্থায় ভালো করবে।

সিডনির এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টুইডেল বলেন, ‘পরিষ্কারভাবেই এটা ট্রাম্পের জন্য হচ্ছে। কারণ, তিনি এই শিল্পের খুবই সমর্থনকারী। এর মানে হলো, ক্রিপ্টোর মজুত ও মুদ্রা উভয়েইর চাহিদা আরও বাড়বে। নির্বাচনের ফল আসার পর বিটকয়েনের দাম প্রায় রেকর্ড পর্যায়ে ওঠার মানে হলো, এই মুদ্রার ওপরে কেবল খোলা আকাশ রয়েছে।’

প্রচারণা চালানোর সময় ট্রাম্প ডিজিটাল সম্পদ গ্রহণ করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে তিনি ‘এই গ্রহের ক্রিপ্টো রাজধানী’ বানাবেন এবং বিটকয়েনের একটি জাতীয় মজুত গড়ে তুলবেন।

এটা এখনো পরিষ্কার নয় যে ঠিক কবে ও কীভাবে বিষয়টি ঘটবে। তবে এই সম্ভাবনা ক্রিপ্টোর মাইনিং কর্মকাণ্ড জোরালো করেছে এবং এ–সংক্রান্ত শেয়ারের লেনদেনও বেড়েছে।

ক্রিপ্টোকারেন্সি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যাস্ট্রোনট ক্যাপিটালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাথু ডিব বলেন, ‘এর ফলে অন্যান্য দেশও বিটকয়েন কিনে যুক্তরাষ্ট্রের আগে থাকার চেষ্টা করবে—এমন সম্ভাবনা বেড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত বিটকয়েন মাইনারদের জন্য এটি একটি অনুঘটক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।’

ওয়াল স্ট্রিটে লেনদেন শুরুর আগেই ক্রিপ্টো মাইনার রায়ট প্ল্যাটফর্মসের শেয়ারের দাম ১৭ শতাংশ বেড়েছে। লেনদেনের সময় শেষে এর দাম আরও বাড়ে। আরও দুই ক্রিপ্টো মাইনিং কোম্পানি মারা হোল্ডিংস ও ক্লিনস্পার্কের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

সফটওয়্যার কোম্পানি ও বিটকয়েনে বিনিয়োগকারী মাইক্রোস্ট্র্যাটেজি জানিয়েছে, ৩১ অক্টোবর ও ১০ নভেম্বরের মধ্যে বিটকয়েন কিনতে তারা ২০০ কোটি ডলার খরচ করেছে। এতে তাদের লাভ বেড়ে চলেছে।

তবে কেবল বিটকয়েনই নয়, ছোটখাটো ক্রিপ্টোকারেন্সিকে ঘিরেও উচ্ছ্বাস চলছে, যেমন ইথার। এমনকি একসময় যে ক্রিপ্টো মুদ্রা নিয়ে মজা করা হতো, সেই ডজকয়েনের দামও বেড়েছে।

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা মনে করছেন, মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গ্যারি গেনসলার আর খুব বেশি দিন তাঁর দায়িত্বে থাকতে পারবেন না। কারণ, ট্রাম্প বলেছেন যে তিনি তাঁকে পরিবর্তন করবেন। গ্যারি গেনসলারের অধীন নিয়ন্ত্রক সংস্থাটি ক্রিপ্টোর ক্ষেত্রে কঠোর নজরদারি চালাত। গত সেপ্টেম্বরে ট্রাম্প নিজেও একটি ক্রিপ্টো ব্যবসা চালু করেছেন, যার নাম ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল।

ডিজিটাল সম্পদবিষয়ক প্রতিষ্ঠান কিরকের এশিয়া–প্যাসিফিক অঞ্চলের ব্যবসা উন্নয়নবিষয়ক প্রধান জাস্টিন ডি’অ্যানেথান বলেন, ‘আমরা যা দেখছি, তা কেবল দামের একটি মাইলফলক নয়; বিটকয়েন যে একটি স্থিতিশীল, এমনকি রাজনৈতিকভাবে প্রশয়প্রাপ্ত সম্পদ—এ ইঙ্গিত ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে।’

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews