বগুড়ার শেরপুর উপজেলায় ফিলিস্থিনের গাজায় বর্বর হামলার প্রতিবাদে বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, ওয়ালামাদল, ছাত্র-অধিকারসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনগণ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
আজ সোমবার (০৭ এপ্রিল) বিকেলে শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদের সামনে থেকে খন্ড খন্ড কয়েকটি মিছিল বের হয়। পরে মিছিলগুলো একত্রিত হয়ে স্ব স্ব ব্যানারে উপজেলা চত্বর হয়ে ধুনট মোড় গিয়ে আবার শাহী জামে মসজিদে এসে শেষ হয়। অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্র রক্ষা এবং গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানিয়ে স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে দাঁড়াবো। সমাবেশে বক্তারা গাজায় চলমান বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।