গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ী ঘর ভাংচুর করায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে এক মনববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের আজিজার রহমানের ছেলে রবিউল ইসলাম গং আদালতের রায় পেয়ে জাতহলিদা মৌজার ১২৯২ হালে ৩০১০ দাগে ১১ শতক জমিতে ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছে। গত ৯ অক্টোবর সকালে ঘর ভাংচুর করে পাটসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় একই গ্রামের লাল মিয়া, আব্দুর রশিদ, এনামুল হক, রহমান, রাসেল, রিজুসহ ১২ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করে। থানায় দায়েরকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে গতকাল বৃহস্পতিবার সকালে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল মোমিন, উপস্থিত ছিলেন আজাদুল ইসলাম, এমদাদুল হক, সাফিন, রবিউল ইসলাম, বজলুর রশিদ, গোলাম রব্বানী, মোজাফফর রহমান, শিরিন আকতার, লাজিনা বেগম প্রমূখ। এ বিষয়ে তদন্তকারী অফিসার এএসআই সামিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।