গাবতলীতে জমিজমার বিরোধেপ্রতিপক্ষের মারপিটে আহত-২ জন।
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে রোপনকৃত ধানের চারা উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা ও মারপিটে ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছেউপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে। অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন প্রাং এর ছেলে আব্দুল লতিফ জাতহলিদা মৌজা
১১৬১ দাগ নম্বরে ৩৫ শতক জমি পৈত্রিক ও কবলা মুলে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছে। গত ২৮ জুলাই সকালে আব্দুল লতিফ ও তার ছেলে তহিদুল হাসান উক্ত জমিতে ধানের চারা রোপন
করছিলো। উক্ত সময়ে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের নাজমুল হক ও তার দুই ছেলে রাসেল মিয়া ও রায়হান কবির রাজিব জমি দখলের চেষ্টা করে। এসময় আব্দুল লতিফ ও তহিদুল হাসানকে লোহার রড ও চেইন
দ্বারা বেধরক মারপিট করে গুরুতর আহত করে।স্থানীয়রা তাদের উদ্ধার করে গাবতলী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।
এ ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে গাবতলী থানায় একটি অভিযোগ দাখিল করে।