গাবতলী(বগুড়া)প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীতে আদালতের রায়ের দখল বুঝিয়ে দেয়া
জমিতে উত্তোলনকৃত টিনের ঘরভেঙ্গে আগুন দেওয়াসহ বিভিন্ন গাছ কেটে ফেলের
অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।এতে বাধা দিতে মারপিটে ৩ জন আহত
হয়।
অভিযোগ সূত্রে জানাগেছে, গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের মৃত
মোজাহার আলী মন্ডলের ছেলে মো: সুরুজ্জামান মন্ডল মড়িয়া ও মহিষাবান মৌজার
২/৮৯ বন্টন মামলায় রায় পায়ন। গত ৩০ জানুয়ারী আদালতের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত
কমিশনার স্থানীয় পুলিশের উপস্থিতিতে বাদীপক্ষকে মাপযোগ করে দখল বুঝিয়ে
দেয়। বাদীপক্ষ গন তাদের রায়প্রাপ্ত জমিতে ধান রোপন, মেহগনি, ইউক্যালিপটর,
বনজসহ বিভিন্ন প্রকার ২২০ টি গাছ রোপণ করা সহ জমিতে টিনের ঘর উত্তোলন
করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্টন মামলায় হেরে যাওয়া বিবাদীগন কোর্টের
রায়কে অমান্য করে দেশিয় ধারালো অস্ত্র, রাম দা, এঙ্গেল, লাঠিসোটা নিয়ে
জোরপুর্বক বাদী সুরুজ্জানের উক্ত টিনের ঘরভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসময়
বাধাদিতে গেলে মাজেদা বেগম, মাছুদ রানা বাবু, রাসেল মাহমুদ আহত হয়।
আহতদের চিকিৎসার জন্য গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এঘটনায় নুরুজ্জামান বাদী হয়ে গতশুক্রবার গাবতলী মডেল থানায় মো: খোকন মন্ডল,
মো: সালাম মন্ডল, মো: উজ্জল মন্ডল সহ ১১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত
অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক
ইকবাল বলেন এবিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষ
আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।