গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের
মারপিটে মুকুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি বগুড়া শজিমেক হাসপাতালে বেলা ৩টায়
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার
দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে।
জানা গেছে, উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামের অফিজ উদ্দিনের
ছেলের মুকুল হোসেনের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের ধলু মন্ডলের ছেলে আনারুল
মাষ্টারের বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার সকাল আনুমানিক ৯টায় জমিতে তর্কের এক পর্যায়ে সংঘর্ষে সৃষ্টি হয়। এতে মুকুল হোসেনের প্রতিপক্ষ আনারুল মাষ্টার ও তার
লোকজন মুকুল হোসেনকে এলোপাতারীভাবে মারপিট করলে সে গুরুত্বরভাবে আহত হয়। এ
সময় স্থানীরা আহত মুকুলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে বেলা ৩টায়
চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মারা যাওয়ার বিষয়টি গাবতলী মডেল থানার ওসি
আশিক ইকবাল নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে গাবতলী
মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, জমির বিরোধে মুকুল নামের এক কৃষক নিহত
হয়েছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। জড়িতদেও গ্রেফতারের চেষ্টা চলছে।