গাবতলী বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে দোকানঘর ভাড়া চুক্তি নিয়ে বিরোধের জের ধরে
দোকানঘরের মালামাল ভাংচুর, নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা
হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষাবান ইউনিয়নের ত্রিমোহনী এলাকায়। অভিযোগ সূত্রে
জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের মহিষাবান গ্রামের আব্দুল খালেক প্রাং এর ছেলে
আরিফুল ইসলাম একই গ্রামের মৃত আজিজার মন্ডলের ছেলে সনি মন্ডলের কাছ থেকে ত্রিমোহনী
রাস্তার মোড়ে একটি দোকান ০৫ বছরের চুক্তিনামা করে ডিজিটাল ওয়েট মেশিন কারখানা স্থাপন
করে ব্যবসা পরিচালনা করে আসছে। গত ১৮ই অক্টোবর দোকান মালিক ০১ বছর বাকী থাকতেই
ভাড়াটিয়াকে দোকানঘর ছাড়তে বলে বিভিন্ন গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। উক্ত ঘটনার
জের ধরে গত ২০ অক্টোবর বিকাল ৫ ঘটিকায় প্রতিপক্ষ দোকানঘরের তালা ভাঙ্গিয়া মেশিনপত্র,
কম্পিউটার পিসি, মনিটর ও অন্যান্য মালামাল বাহিরে ফেলে দিয়ে ভাংচুর করে এক লক্ষ পঞ্চাশ হাজার
টাকার ক্ষতি সাধন করে। দোকানের ক্যাশ বাক্সে থাকা চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আরিফুল ইসলাম বাদী হয়ে সনি মন্ডলকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের
করেছে।