গাবতলী (বগুড়া) প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্য বিনামূল্যে সার ও বিজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি), এম আব্দুল্লাহ ইবনে মাসুদ, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার আহমেদ, পূজা দেবী, সহকারী কৃষি অফিসার আব্দুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী প্রমখ। বিতরন অনুষ্ঠানে ৩৯৬০ জন কৃষক- কৃষাণীদের মাঝে বিনামূল্যের সার ও বীজ বিতরণ করা হয়।