গাবতলীতে সুদের টাকা না দেয়ায় মারপিট ও জোরপূর্বক ফ্রিজ নিয়ে যাওয়ার অভিযোগ।
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ গাবতলীতে সুদের টাকা না দেয়ায় মহিলাকে মারপিট ঘড় থেকে জোরপূর্বক ফ্রিজ ও টাকা নিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উত্তরপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উত্তর পাড়া গ্রামের মুগলু মন্ডলের মেয়ে নিমা খাতুন একই গ্রামের মামুন মিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা গ্রহন করে এবং বিভিন্ন সময়ে সুদ বাবদ ১২ হাজার টাকা পরিশোধ করে। গত ৭ জুলাই সকালে মামুন তার দলবল নিয়ে লিমা খাতুনের বাড়ীতে গিয়ে আরো ৫ হাজার টাকা দাবী করে। টাকা দিতে অস্বিকার করলে অকথ্য ভাষায় গালিগারাজ করতে থাকে ও জীবন নাসের হুমকি দেয়। লাবলী বেগম নামের এক মহিলাকে মারপিট করেঘড়ের বেড়া ভাংচুর করে। ঘড়ে থাকা একটি ৩২ হাজার টাকার ফ্রিজ ও নগদ দুই হাজার টাকা নিয়ে যায়।
এ ঘটনায় নিমা খাতুন বাদী হয়ে একই গ্রামের মামুন মিয়া, বাবু মিয়া ও রুমি বেগমকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।