গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীর দুর্গা হাটা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ১৫ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি গাবতলীর উপজেলার দুর্গা হাটা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ৮ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসানের সাথে একই স্কুলের ছাত্র রিফাতের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এর একপর্যায়ে মেহেদী হাসানের পিঠে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেয়।
এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি তুষ্টি বেগম বাদী হয়ে রিফাত হোসেন, লিখন,সৌমিক,নুরুন নবী,আসরেক,শিশির আহমেদসহ ৮/৯ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দাখিল করে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই শামীম জানাই অভিযোগটি হাতে পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।