সুদারু গোলজার গ্রেফতার গাবতলীতে স্ত্রীকে আটকে রেখে সুদের টাকা আদায়ে হুমকি-ধামকি দেওয়ায় আব্দুল মালেকের আত্মহত্যা করেছেন।
আমিনুল ইসলাম,গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে সুদারুর
সুদের টাকা আদায় করতে গৃহবধূকে সন্ধা রাতে আটকে রেখে তার স্বামী আব্দুল
মালেক (৪৬) কে টাকা আদায়ের জন্য হুমকি-ধামকি দিলে গত শনিবার দিবাগত
রাতে তার ঘরের তীরের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে।
এব্যাপারে গতকাল রোববার গৃহবধূ রিমা বেগম (৪০) বাদী হয়ে গাবতলী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ আব্দুল মালেকের লাশ উদ্ধারসহ সুদারু গোলজার (৪০) কে আটক করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
থানা ও পারিবারিকসূত্রে জানা গেছে, উপজেলার উপজেলার মহিষাবান ইউনিয়নের পার-রাণীর পাড়া গ্রাম এবং দূর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রাম পাশাপাশি। সেই সুবাদে পার-রাণীর পাড়া গ্রামের হবিবর মন্ডলের ছেলে আব্দুল মালেকের স্ত্রী রিমা বেগম দূর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামের মৃত আকো মদ্দিনের ছেলে
সুদারু গোলজারের নিকট থেকে গত ৪মাস আগে ৩৬ হাজার টাকা সুদের উপর
নেয়। সেই ৩৬ হাজার টাকার সুদ বাড়িয়ে ৭৫হাজার টাকা হয়। এই সুদ-আসলের
৭৫হাজার টাকা চেয়ে সুদারু গোলজার গৃহবধূ রিমাকে চাপ দেয়। গৃহবধূ রিমা
সুদারুর নিকট থেকে টাকা ফেরত দিতে সময় চাইলে সময় না দিয়ে সুদারু
গোলজার টাকা আদায়ের জন্য আব্দুল মালেককে হুমকি-ধামকি দিলে গত
বৃহস্পতিবার সন্ধা রাতে রিমাকে তুলে নিয়ে গিয়ে বাঁশের সাথে আটকে রাখে।
তখন রিমাকে আটকে রাখার খবর মোবাইলে উনচুখী গ্রামে তার বাবা আব্দুর রহিম
প্রামানিককে এবং তার স্বামী আব্দুল মালেককে বিষয়টি জানায়। এরপর গৃহবধূ
রিমার স্বামী আব্দুল মালেককে টাকা আদায়ের জন্য হুমকি-ধামকি দেয়। এঘটনা
শোনার এরপরই রিমার বাবা বাড়ীর গরু বিক্রি করে সুদে-আসলে ৭৫হাজার পরিশোধ
করলেও সুদের টাকা নেওয়ার সময় গৃহবধূর দেড় ভরি স্বর্ণে জিনিস এবং ২টি
অলিখিত চেকের পাতা ফেরত দেয়নি বলে মামলায় উল্লেখ রয়েছে। গৃহবধূ রিমার
স্বামী আব্দুল মালেককে টাকা আদায়ের জন্য হুমকি-ধামকি দিলে সে গত শনিবার
দিবাগত রাতে তার ঘরের তীরের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। আব্দুল
মালেক বিবাহিত জীবনে তার বড় দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
মডেল থানা পুলিশ সকালে খবর পেয়ে লাশ উদ্ধারসহ সুদারু গোলজার (৪০) কে আটক করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গতকাল রোববার গৃহবধূ রিমা বেগম (৪০) বাদী হয়ে গাবতলী থানায় একটি মামলা দায়ের করেছে। এব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এঘটনায় মামলা নেয়া হয়েছে। সুদারু গোলজার (৪০)
কে আটক করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।