1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
গুজবে কান না দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে - ডিসি নওগাঁ » Daily Bogra Times
Logo শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপালো কেন্দ্রীয় ব্যাংক ৪২ রানে অলআউট হয়ে লজ্জার ইতিহাস গড়ল শ্রীলঙ্কা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের যুদ্ধবিরতির পর নিজেদের ‘বিজয়’ ঘোষণা করেছে হিজবুল্লাহ জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচনের ঘোষণা চিন্ময় কৃষ্ণসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ বগুড়ায় আপত্তির মুখে কবর থেকে উঠানো গেল না লাশ এখনও আন্দোলন শেষ হয়ে যায়নি : রেজাউল করিম বাদশা মান্দার কাদিরগঞ্জে শ্রমিক দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত পাঁচবিবিতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত  জয়পুরহাট পাঁচবিবির মোবাইল কেডি, এ এসাই সোহেল রানা  অনৈতিক কর্মকান্ডের লিলাভুমিকে মসজিদে রুপান্তরের জন্য মানববন্ধন সুন্দরগঞ্জে ধোপাডাঙ্গা ইউনিয়নে জামায়াতে ইসলামী বাংলাদেশ নির্বাচনী পূর্বপ্রস্তুতি মুলক কর্মীসভা  ফুলবাড়ীতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও আলোচনা  কৃষি খাতকে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে ধ্বংস করেছে পতিত আ.লীগ সরকার: মামুনুর রশিদ খান 

গুজবে কান না দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে – ডিসি নওগাঁ

আতাউর শাহ্ঃ-
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
গুজবে কান না দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে - ডিসি নওগাঁ
print news

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন বাংলাদেশ সম্প্রীতির দেশ। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় এদেশে সব ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ চলমান পরিস্থিতিতে কাউকে গুজবে কান দিয়ে প্রবাহিত না হওয়ার এবং গুজবে কান না দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজে নিজিদেরকে আত্মনিয়োগ করার আহবান জানান তিনি।

বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব পূর্ণমিলনী-২০২৪ উপলক্ষে মতবিনিময় সভায় এই আহবান জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, যতক্ষণ পর্যন্ত  সবাই ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে। আমাদের মধ্যে কোন বিবেধ সৃষ্টি হলে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হবে। এ জন্য সবাইকে সরকারের পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্প্রীতির যে মিলবন্ধন সেটিকে অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, আপনাদের (সংখ্যালঘু সম্প্রদায়) অধিকার, ঐতিহ্য, জীবনধারা এগুলো রক্ষা করার জন্য সরকার বদ্ধপরিকর। এজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বদা প্রস্তুত রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায়। চলমান পরিস্থিতিতে কেউ উদ্বিগ্ন হয়ে সাহায্যর প্রয়োজন হলে প্রশাসনকে জানালে ঐক্যবদ্ধভাবে সেই সমস্যা নিরসন করা হবে।

এসময় পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈকত ইসলাম, অতিরিক্ত জেলা এইচ এম এরফান, সদর উপজেলা নির্বাহী অফিসার এস, এম রবিন শীষ, পূজা উদযাপন পরিষদ রাণীনগর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার মহন্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে দুর্গাপূজা পালন করতে পারায় প্রশাসনকে ধন্যবাদ দেন পূজা উদযাপন পরিষদের নেতরা। এ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও ১১টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews