গোদাগাড়ূী(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী ডাইংপাড়া ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আসাদুজ্জামান মিলন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টেবিল) পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা বিআরডিবি হলরুমে একটানা ভোটগ্রহণ চলে।
সহ-সভাপতি পদে আব্দুস শামীম(ডাব প্রতীক),ক্যাশিয়ার পদে আব্দুর রহমান(মই প্রতীক) নিয়ে নির্বাচিত হন।নির্বাচিত সদস্যরা হলেন লতিফুর রহমান,সাইফুল ইসলাম বকুল,শহিদুল ইসলাম,আতাউর রহমান,আশরাফুল হক,মোঃ আব্দুল্লাহ,রুহুল আমিন সেলিম বিশ্বাস ও মাহফুজুল বারী।
উল্লেখ্য গোদাগাড়ী বণিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২৬০ জন।গোদাগাড়ী ডাইংপাড়া ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরত। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন মাইনুল ইসলাম ও আশরাফুল হক।
গোদাগাড়ী ডাইংপাড়া ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ বণিক সমিতির নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে,স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও সমাজের বিশিষ্টজনরা।