1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
গোয়াল ঘরের ছিকল ও তালা কেঁটে রাতে পিকআপে নিয়ে গেল কৃষকের ৫ গরু, ৮ লাখ টাকা ক্ষতি  » Daily Bogra Times
Logo বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরের শার্শা প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা পাঁচবিবিতে গরু চুরি করে পালানোর সময় হাতেনাতে চোর আটক লালমনিরহাটে চাঁদা আদায়ের জেরে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ৩  আলু বীজ গত বছর ছিল ২৬০০ এবার ৪০০০ হাজার টাকা ফুলবাড়ীতে বিভিন্ন প্রতিষ্ঠানর বৃক্ষ রোপণ কর্মসূচির হিমাগারের ১৫ টাকার আলু হয়ে যায় ৭০ টাকা পদ্মায় ইলিশ কম, ঝাকে ঝাকে ধরা পড়ছে পাঙ্গাস ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস প্রেম ও হাত খরচ নিয়ে অভিমান, হত্যার পর মাকে ফ্রিজে রেখে দেয় ছেলে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে সাকিব ফুলছড়িতে প্রশিকার উদ্যোগে আইনগত সহায়তা কর্মসূচির মতবিনিময় সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় ধান বীজ পাচ্ছেন ২ হাজার ৬শ কৃষক লালমনিরহাটে কৃষকের বাড়িতে সাড়ে ১১ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার মিষ্টি আলু চাষে সফল আটঘরিয়ার কৃষক নুর মুহাম্মদ  ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে অর্থঋন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোয়াল ঘরের ছিকল ও তালা কেঁটে রাতে পিকআপে নিয়ে গেল কৃষকের ৫ গরু, ৮ লাখ টাকা ক্ষতি 

মাসুদ রানা,
  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
গোয়াল ঘরের ছিকল ও তালা কেঁটে রাতে পিকআপে নিয়ে গেল কৃষকের ৫ গরু, ৮ লাখ টাকা ক্ষতি 
print news

পাবনা প্রতিনিধিঃ- পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক কৃষকের গোয়ালঘর থেকে রাতের আঁধারে এক ডাকাত দল পিকআপে করে পাঁচটি গরু নিয়ে চলে গেছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। 

শনিবার (৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে ইউনিয়নের কোলাদী গ্রামের জামতলা বাজারের জোড়া সাঁকো শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গরুর মালিকের নাম মো. ইদ্রীস আলী মোল্লা । তিনি ভাঁড়ারা ইউনিয়নের জামতলা বাজারের পুর্বপাড়া শ্রীরামপুর গ্রামের দিলবার আলী মোল্লার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে পাবনা-সুজানগর রোডের পাশে থাকা গোয়ালঘরের তালা ও শিকল কেটে ৭/৮ জনের একটি ডাকাত দল অস্ত্রসহ 

পিকআপে করে একেক করে ৫টি গরু তুলে নিয়ে দ্রুত চলে যায়। পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদের ওপর হামলার চেষ্টা করা হয়।

এর আগে ওই বাড়ির পাশের আরেক কৃষকের গোয়াল থেকে ২টি গরু চুরি হয়েছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রীস মোল্লা বলেন, চুরি যাওয়া গরুর মধ্যে দুটি গাভি ও ৩টি ষাঁড় রয়েছে। যার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। রাত ৪টার পরে একটি পিকআপ নিয়ে ৭/৮ জন লোক আসে। 

প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। লোকজন ডাকতে ডাকতে তারা গাড়িতে গরু তুলে দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় আমি একদম শেষ হয়ে গেলাম। আমার আর কিছুই থাকল না। চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ভোররাতে একজনের বাড়ি থেকে ৫টি গরু চুরি হয়েছে। খুবই দু:খজনক ঘটনা। পিকআপে করে মাঝেমধ্যেই এমন চুরির ঘটনা ঘটছে। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার। 

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ভুক্তভোগী কৃষক দুপুরের দিকে এসে থানায় লিখিত অভিযোগ দিয়ে গেছেন। 

এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চোর চক্রকে খুঁজে বের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews