1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
চীনের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় ড্র, বিশ্বকাপ বাধা থাইল্যান্ড » Daily Bogra Times
Logo বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
করাচি বন্দর থেকে চট্টগ্রামে আসবে ২৫ হাজার টন চিনি তারেক রহমানের খালাসে সুন্দরগঞ্জে আনন্দ মিছিল বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. মুহাম্মদ ইউনূস নওগাঁয় খড়বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে; চালকসহ নিহত ২ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি হাইকমিশনে হামলার প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জে ভাঙ্গারি দোকানে আগুন মান্দায় ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের উদ্বোধন করলেন আব্দুল আউয়াল ডিসি  ভারতীয় হাইক‌মিশনার কে জরুরি তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের বগুড়ায় পরকীয়ার যেরে প্রবাসীর বিরুদ্ধে বউ হত্যার অভিযোগ বগুড়ায় দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু মহাস্থান নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ ২ দোকানীর ৭০ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারির মৃত্যু

চীনের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় ড্র, বিশ্বকাপ বাধা থাইল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ-
  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
চীনের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় ড্র, বিশ্বকাপ বাধা থাইল্যান্ড
print news

যুব এশিয়া কাপ হকিতে আজ বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ ছিল। ওমানের মাসকটে চীনের বিপক্ষে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে। এই ড্রয়ে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে বি গ্রুপে তৃতীয় হিসেবে শেষ করেছে বাংলাদেশ

চীনের বিপক্ষে বাংলাদেশের ড্র’টি অত্যন্ত নাটকীয়। ম্যাচ শেষ হওয়ার চার সেকেন্ড আগে চীন পেনাল্টি কর্নার পায়। সেই পেনাল্টি কর্নার থেকে চীন বাংলাদেশের জালে বল পাঠায়। জয়ের উল্লাসে মাতেন চাইনিজ খেলোয়াড়রা। বাংলাদেশের খেলোয়াড়রা গোলের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আম্পায়াররা একবার গোলের সিদ্ধান্ত দিয়ে আবার বাতিল করেন। ম্যাচ ড্র হওয়ায় বাংলাদেশের খেলোয়াড়রা তখন উল্লাসে মাতেন।

একবার গোল দিয়ে আবার গোল বাতিল করায় আপত্তি জানায় চীন। খেলা শেষ হওয়ার পরও কয়েক মিনিট চীনের খেলোয়াড়রা মাঠে দাড়িয়ে থাকেন। টুর্নামেন্টের পরিচালক ও আম্পায়ার ম্যানেজাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আসেন। তারা আলোচনা-পর্যালোচনা করে চীনের গোলটি বৈধতা দেননি। এতে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।

চীনের বিপক্ষে ড্র হওয়ায় বাংলাদেশ এই গ্রুপে তৃতীয় হয়েছে। ক্রস পদ্ধতিতে আগামী পরশু ‘এ’ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের বিপক্ষে খেলবে। থাইল্যান্ডকে হারাতে পারলেই বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

ওমানের মাসকট থেকে ম্যাচের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের কোচ মওদুদুর রহমান শুভ বলেনদ ‘তাদের পেনাল্টি কর্নার থেকে গোলটি সঠিকভাবে নেয়া হয়নি। আমাদের প্রতিবাদে গোল বাতিল হয়েছে। আমরা এখন থাইল্যান্ডকে পরের ম্যাচে হারাতে পারলে পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য খেলব। ফলে পরের বছর যুব বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে।’

শেষ সেকেন্ডে চীনের গোলটি হয়ে গেলে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ফিকে হয়ে যেতে পারত। চীন বাংলাদেশকে হারালে তাদের পয়েন্ট হতো ছয়। ফলে বাংলাদেশ তখন গ্রুপের চতুর্থ দল হয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতো। কোরিয়ায় অত্যন্ত শক্তিশালী হওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কম ছিল।’

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপ। স্বাগতিক ভারত ছাড়া এশিয়ার আরো ছয়টি দেশ খেলবে। চলমান যুব এশিয়া কাপে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের পক্ষে আজই বিশ্বকাপ নিশ্চিত করার সম্ভাবনা ছিল। বাংলাদেশ চীনকে হারালে এবং পাকিস্তান বড় ব্যবধানে মালয়েশিয়াকে হারালে গ্রুপের দ্বিতীয় হয়ে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ ছিল।

বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ চীন হকিতেও এখন অগ্রসর হচ্ছে। আজ বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলেছে। আক্রমণ, গোলের সুযোগ ও পেনাল্টি কর্নারে চীনই এগিয়ে ছিল। প্রথম দুই কোয়ার্টারে কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ ফিল্ড গোল করে লিড নেয়। চীন ঐ কোয়ার্টারে শেষ মুহুর্তে পেনাল্টি কর্নার থেকে ম্যাচে সমতা আনে।

শেষ কোয়ার্টারে দুই দলই গোল আদায় করে জয়ের চেষ্টা করেছে। সেই চেষ্টায় চীনই বেশি এগিয়ে ছিল। বাংলাদেশের রক্ষণ ভেঙেছে কয়েকবার। তবে আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের গোলরক্ষকের।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews