1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে হেরে শুরু বার্সেলোনার » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিন পার্বত্য জেলায় সংঘর্ষ: নেপথ্যের কারণ জানাল আইএসপিআর বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন সারিয়াকান্দিতে ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পাবনা-৩ আসনের সাবেক এমপি পুত্র রাসেল-শাকিলের বিরুদ্ধে মামলা গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত (ওসির) সৌজন্যে সাক্ষাৎ পাবনায় টানা বর্ষণে শত শত হেক্টর শিমের ক্ষেত পানির নিচে সবাইকে গাছ লাগানোর আহবান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবি  ‘৬২তম মহান শিক্ষা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ বগুড়া জেলা সংসদ এর ‘ছাত্র সমাবেশ’ অপহরণ নয় প্রেমের টানেই ঘর ছেড়েছে হিন্দুধর্মাবলম্বী কিশোরী, আদালতে জবানবন্দি  ভারতের রান পাহাড়, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি ৩ উইকেট বায়তুল মোকাররমে দুপক্ষের মারামারি, আহত অন্তত ৬ পাহাড়ে অশান্তি : সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি সলঙ্গায় দূর্বৃত্তদের হামলায় যুবক নিহত  ফুলবাড়ীতে স্কুল ছাত্রীকে নিয়ে উধাও থানায় অপহরণের অভিযোগ করেছে অবিভাবক

চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে হেরে শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্কঃ-
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪ বার পঠিত
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে হেরে শুরু বার্সেলোনার
print news

গত চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বার্সেলোনাকে। টুর্নামেন্টটির সবশেষ শিরোপা জিতেছে ২০১৫ সালে। যেটি এসেছিল মেসি-নেইমারদের হাত ধরে। তবে চলতি মৌসুমে ভালো শুরুর লক্ষ্যে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্টরা। যেখানে প্রথম ম্যাচেই হতাশ হয়েছে কাতালানরা

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। যেখানে মোনাকোর কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে রাফিনা-ইয়ামালরা।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মোনাকোর মাঠে ম্যাচের ১০ মিনিটেই বার্সেলোনার সব পরিকল্পনা ওলটপালট হয়ে যায়। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া। বার্সার গোলরক্ষক মার্ক আন্দ্রে স্টেগানের দেওয়া পাসের দখল নিতে পারেননি গার্সিয়া। সেই পাস দখলে নিয়ে নেন তাকুমি মিনামিনো।

পরে জাপানি এই তারকাকে পেছন থেকে ধাক্কা দেন গার্সিয়া। ডি-বক্সের সামান্য বাইরে ফাউল হওয়ার কারণে পেনাল্টি থেকে বেঁছে গেলেও সরাসরি লালকার্ড দেখেন গার্সিয়া। আর ১০ জনের বার্সেলোনের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে ১৬ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা।

গোল করেন ফ্রান্সের অলিম্পিক দলে খেলা মাগনেস আকলিওচে। পেনাল্টি এরিয়ার ডানপাশ থেকে গোলটি করেন তিনি। তার খেলা সরাসরি দেখছিলেন ফ্রান্স জাতীয় দলের কোচ দেদিয়োর দেশম।

শুরুতে গোল পেয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে মোনাকো। একের পর এক আক্রমণ করে বার্সার রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে স্বাগতিকরা। মোনাকোর চাপে যেন কোণঠাসা হয়ে পড়ে কাতালানরা। তারা কোনো সুযোগই তৈরি করতে পারছিল না।

তবে ২৮তম বার্সেলোনাকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। পেনাল্টি এরিয়া থেকে বাঁ পায়ের দারুণ শটে গোলটি করেন স্প্যানিশ তারকা। এই মৌসুমে এটি ইয়ামালের চতুর্থ গোল। আর চ্যাম্পিয়ন্স লিগে নিজের ক্যারিয়ারের প্রথম গোল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া হয়ে ওঠে মোনাকো। তবে ৭০ মিনিট পর্যন্ত ১-১ সমতায় থাকায় মনে হয়েছিল হয়তো ফ্রান্স থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারবে বার্সা। কিন্তু ৭১তম মিনিটে তাদেরকে সেই এক পয়েন্ট থেকে বঞ্চিত করেন মোনাকোর জর্জ লেনিকেনা।

ভ্যান্ডারসনের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তিনি। এরপর একটি পেনাল্টিও পেয়েছিল মোনাকো। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোনাকো।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews