জয়পুরহাটে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়।
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উপলক্ষে দিনব্যাপী তথ্য মেলার শুভ উদ্বোধন করা হয়। আজ সোমবার বেসরকারি সংস্থা নেটজৃ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে- নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে তরুণ সমাজ যুক্ত প্রকল্পের আওতায়-জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল-তথ্যের 'অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব ।
সকাল ১১টায় ফিতা কেটে, আকাশে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে তথ্য মেলার শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,নব নিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ও রাজস্ব) মোঃ সবুর আলী। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, ডাসকো ফাউন্ডেশন জয়পুরহাট ও নাটোর জেলার এরিয়া কো-অর্ডিনেটর ভানু রানী। ফিল্ড ফ্যাসিলেটর মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক লাইলুন নাজমা বেগম,জেলা তথ্য কর্মকর্তা সোহেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইস্তিয়াক আলম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জয়পুরহাটের অধ্যক্ষ আবু সৈয়দ মো: রেজাউল করিম খন্দকার, সমাজসেবা অধিদপ্তর জয়পুরহাটের সহকারী উপ-পরিচালক মোঃ সাদেকুল ইসলাম,বড়তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও সোনালী ব্যাংক জয়পুরহাটের কর্মকর্তা উম্মে জোহরা প্রমুখ।মেলায় জেলা তথ্য অফিস সহ সরকারী-বেসরকারি সংস্থার তথ্য অধিকার বিষয়ক ১০টি স্টল অংশগ্রহণ করে।
মেলার দ্বিতীয় পর্বে বিকেলে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পথনাটক, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।