পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে তরুণ সমাজ ( যুক্ত) প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ-২০২৫ আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়।
এ সংলাপে সভাপতিত্ব করেন সিএসও সদস্য সুজনা ডি ক্রুশ।
সিএসও সদস্য রাজিবুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। তিনি বলেন, আপনাদের মধ্যে নেতৃত্ব তৈরি করতে হবে। সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই সফলতা সম্ভব। বর্তমানে নারী ও কিশোরীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। সকলের উচিত সচেতন হওয়া। এছাড়াও সরকারিভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আপনার সামাজিক সুবিধাগুলো দিতে সর্বদা প্রস্তুত। প্রাপ্তিতে আপনাদের ভূমিকা একান্ত কাম্য। বিশেষ অতিথি ছিলেন,ডাসকো ফাউন্ডেশনের এরিয়া কো-অর্ডিনেটর ফারহানা সিদ্দিকী ও নারী উদ্যোক্তা হীরা খাতুন।
বক্তারা সোশ্যাল সেফটি নেট, যৌন হয়রানি প্রতিরোধ,পারিবারিক সহিংসতা ও মাদকের অপব্যবহার রোধে করণীয় বিষয়ক আলোচনা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর পলাশ চন্দ্র ও রোকসানা খাতুন। এ সংলাপে ৩০ জন সিএসও সদস্য অংশগ্রহণ করেন।