জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার নবগঠিত কমিটি বাতিলের দাবিতে একাংশের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এলাকায় এসে শেষ হয়।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন ও আশরাফুল ইসলাম ও রিমু হোসেন । এ সময় শিক্ষার্থী শাকিল ইসলাম, শাহিন, আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, কেন্দ্র থেকে জয়পুরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। জয়পুরহাটে যাঁদের হাতে সফলতা এসেছে, তাঁদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কিছু টোকাই পোলাপান ও ছাত্রলীগের কিছু সাবেক নেতারা কমিটিতে রয়েছে। যাঁরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তাঁদেরকে সঙ্গে নিয়ে মতামতের ভিত্তিতে কমিটি করার কথা ছিল। কিন্তু সেটি করা হয়নি। একতরফা কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আমরা মানি না।’