জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- হোটেল শিল্প, মজুরী বোর্ড গঠন করে বাজারদরের সাথে সংগতি রেখে মজুরী ঘোষণা ও বাস্তবায়ন করা, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুন মজুরি, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও বাস্তবায়ন ও এক মাসের মজুরি সমান উৎসব বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার হোটেল ও রেস্তোরা শ্রমিকরা।
মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডের জয়পুরহাট জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল ইসলাম, বর্তমান সভাপতি একরামুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে সিনা মাসুম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আঃ সামাদ, কোষাধ্যক্ষ এজমুল হক, সহ সাধারণ সম্পাদক লাভলু মিয়া, সাবেক দপ্তর সম্পাদক কবির হোসেন প্রমুখ।