1. dailybogratimes@gmail.com : admin :
জুলাই গণঅভ্যুত্থানে আহতরা দেশের কৃতি সন্তান: সেনাপ্রধান - Daily Bogra Times
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে আহতরা দেশের কৃতি সন্তান: সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২ Time View
জুলাই গণঅভ্যুত্থানে আহতরা দেশের কৃতি সন্তান: সেনাপ্রধান
print news

জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আহতরা দেশের কৃতি সন্তান, তারা যেন কখনও মনোবল না হারায়, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আজ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও নৈশভোজে তিনি একথা বলেন। এসময় তিনি জুলাই আহতদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত ৪ হাজার ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সহায়তা কার্যক্রম এখনও চলমান। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী।পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন।

ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও, অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

আইএসপিআর জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪২১৫ জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তন্মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে, ৩৯ জন সিএমএইচ, ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews