ঢাকায় বিএনপির গণমিছিল শুরু হয়েছে।
শনিবার দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আলাদা আলাদাভাবে গণমিছিল শুরু করে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আলাদা আলাদাভাবে মিছিল নিয়ে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে। ঢাকা মহানগর উত্তর বিএ নপি রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে গণমিছিল শুরু করে। আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্ট বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে আসবে।
অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় অফিস সামনে আসবে।
গণমিছিলে যোগ দিতে বেলা ১টার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের ব্যানারে নেতাকর্মী এসেছেন।
নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলে বি এনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আহম্মেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উ পদেষ্টা আমান উল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, জয়নাল আবেদীন ফারুক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন আলম, তাবিথ আউয়াল, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, মহানগর সদস্য এবিএম এ রাজ্জাক, জাহাঙ্গীর মোল্লা, হাজী ইউসুফ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, শাহ্আলী থানা বিএনপির আহ্বায়ক এস, এম কায়সার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সোলায়মান দেওয়ান, দারুসসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ মৃধা, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ভূঁইয়া, দক্ষিণখান থানার আহ্বায়ক মোতালেব হোসেন রতন, কাফরুল থানার যুগ্ম আহ্বায়ক আকরামুল হক ও সাব্বির দেওয়ান জনি, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, আদাবর থা না বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, ভাটারা থানার যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া, মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, আ ন ম সাইফুল ইসলাম, ইউনুস মৃধা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এডভোকেট মকবুল হোসেন সরদার, আকবর হোসেন ভূঁইয়া নান্টু, ডেমরা থানা বিএনপির সাবেক ছাত্রনেতা মনির হোসেন খান প্রমুখ।