‘ঢাকা টু আখাউড়া লংমার্চে’ অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির তিন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার সকাল ৭টা থেকে তারা ভারতবিরোধী নানা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। এরপর সেখানে সমবেত হয়ে সমাবেশ করছেন তারা।
লংমার্চের জন্য সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন পার্কিং করতে দেখা গেছে।
‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় জাতীয় পতাকার অবমাননা এবং উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে’ এই লংমার্চ আয়োজন করা হয়েছে।