তীব্র তাপদাহের পর স্বস্থির বৃষ্টি আদমদীঘিতে, আজও বৃষ্টির সম্ভবনার কথা বলেছে আবহাওয়া
দপ্তর।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ গত কয়েকদিন চলা অসহনীয় দাবদাহের পর বগুড়ার আদমদীঘির
বিভিন্ন এলাকায় স্বস্থির বৃষ্টি নেমেছে। ফলে জনমানে শান্তি ফিরে এসেছে। গত শুক্রবার রাত ৯
টার পর থেকে প্রায় পুরো উপজেলায় এই স্বস্থির বৃষ্টি শুরু হয়। ফলে আজ ( শনিবার) দাপদাহ কমে
গেছে। আজ (শনিবার) আকাশ মেঘলা হয়ে আছে। আজও বৃষ্টির সম্ভবনার কথা বলেছে আবহাওয়া
দপ্তর।
গতকাল ( শুক্রবার) উপজেলায় ছিল তীব্র গরম। আশির্^ন মাসেও এরকম গরম এর আগে এই এলাকার
মানুষ আগে দেখেনি বলে অনেক বয়স্ক ব্যক্তিরা জানান।
গতকাল সন্ধায় সরজমিনে সান্তাহার ডেইলি বাজার, সান্তাহার জংসন ষ্টেশন এলাকায় গিয়ে দেখা
যায়, তীব্র গরমে মানুষ পানি,ডাব, নানা প্রকার সরবত কিনে খাচ্ছে। সান্তাহার বাজারে একজন
মাছ বিক্রেতা জানান, তীব্র গরমে আজ ৪ বার গোসল করেছি। তাছাড়া এই গরমে শিশু ও বৃদ্ধরা
বেশি কষ্ট পেয়েছে। সান্তাহার ষ্টেশনে এক রেলযাত্রী বলেন, আগে শুনেছি, আশি^নে নাকি গা
শিন শিন করে। ঋতু বলে আর কিছু নেই।
গতকাল আদমদীঘি উপজেলায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। আজ তা কমে
হয়েছে ৩৬ ডিগ্রী সেলমিয়াস। গতকালের বৃষ্টিপাতে আজ ( শনিবার) সকালে সান্তাহার
পুরাতন বাজাারে ক্রেতার পরিমান ছিল কম। বিকেলে সান্তাহার রাধাকান্ত হাটে কিছুটা পানি
কাদার মধ্যে ক্রেতারা পন্যে কেনেন।
সান্তাহার নাহার মেডিকেয়ারের চিকিৎসক ডাঃ হামিদুর রহমান রানা জানান, এই তাপদাহে
দিনে দুবার গোসল করা যাবে। ডাব, খাবার স্যালাইন খাওয়া যাবে। বৃদ্ধ ও শিশুদের অধিক যতœ
নিতে হবে। বাইরের ভাজা, পোড়া, বা বাসি খাবার খাওয়া যাবে না।