1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম চড়ল ১০০ টাকায়  » Daily Bogra Times
Logo শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমন দেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক : ড. ইউনূস ভারত থেকে ৫৬ টাকা কেজিতে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার লিটারে ১৫ টাকা কমানো সম্ভব জ্বালানি তেলের দাম : সিপিডি কর কমায় খেজুরের আমদানি ব্যয় ৬০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কমতে পারে গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে তৃণমূল পর্যায়ে ক্লাইমেট ফিনান্স ট্র্যাকিং বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা সাঁথিয়ায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের হান্নান সভাপতি আইনুল সম্পাদক দ্বিগুন দামেও মিলছেনা আলুর বীজ, ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ রাসিকের ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ৬ বছর পর সেনাকুঞ্জে খালেদা, ড : ইউনূসের সাথে কুশল বিনিময় ৫ আগস্ট কি ঘটেছিল জানালেন হান্নান মাসউদ নাটোরের সিংড়ায় ডেঙ্গু নিধন অভিযান শুরু মান্দায় নদী ও পুকুরপাড় থেকে দুই লাশ উদ্ধার নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামি বুলবুল গ্রেফতার

দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম চড়ল ১০০ টাকায় 

অনলাইন ডেস্কঃ-
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪
দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম চড়ল ১০০ টাকায় 
দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম চড়ল ১০০ টাকায় 
print news

চাহিদা মেটাতে প্রতি বছরই এ সময়টাতে কাঁচা মরিচের আমদানির অনুমতি দেওয়া হয়। যদিও এ বছর তা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর রামপুরা, বাড্ডা ও সেগুনবাগিচায় কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, দুই সপ্তাহ আগেও প্রতি কেজি মরিচের খুচরা দাম ছিল ৮০ থেকে ১২০ টাকা। তাদের দাবি, কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে।

সেগুনবাগিচায় সবজি বিক্রেতা শফিক বলেন, ‘১০–১২ দিন আগেও আমরা প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করতাম ১০০ থেকে ১২০ টাকায়, এখন বিক্রি করতে হচ্ছে ২০০ টাকায়। এর কারণ, মরিচের পাইকারি দাম বেড়েছে।’

পাইকারি বিক্রেতাদের মতে, প্রতি বছর এ সময় কাঁচা মরিচের সরবরাহ সংকট তৈরি হয়। তারা বলছেন, অতিরিক্ত তাপপ্রবাহ ও তার পরের বৃষ্টিতে উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে সরবরাহ কমে গেছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, সাম্প্রতিক বছরগুলোতে এপ্রিল–জুন পর্যন্ত সময়ে দেশে তীব্র তাপমাত্রা ও প্রচণ্ড গরমে মরিচ গাছের স্বাভাবিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফুল ঝরে যাচ্ছে।

এছাড়া গাছগুলো নানা ধরনের রোগবালাইয়ের আক্রমণের শিকার হচ্ছে। এসবের ফলে মরিচের ফলন দুই-তৃতীয়াংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চাহিদা মেটাতে প্রতি বছরই এ সময়টাতে কাঁচা মরিচের আমদানির অনুমতি দেওয়া হয়। যদিও এ বছর তা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাষ্টার বলেন, ‘দ্রুত আমদানির অনুমতি না দিলে বাজার নিয়ন্ত্রণ কষ্টকর হয়ে পড়বে।’

গত বছর কাঁচা মরিচের সরবরাহ সংকটের সময় দাম বেড়ে কোথাও কোথাও ৮০০ টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। পরে ২৫ জুন সরকার মরিচ আমদানির অনুমতি দেয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী, দেশে দুটি মৌসুমে কাঁচা মরিচের উৎপাদন হয় ৬ দশমিক ২৫ লাখ মেট্রিক টন। আর মরিচের চাহিদা পাঁচ লাখ মেট্রিক টন।

তবে উৎপাদন-পরবর্তী ক্ষতি এবং যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় সব সময় কাঁচা মরিচের সরবরাহ একই থাকে না।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews