1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
দূর্ণীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিলে এমপিও বন্ধ: বললেন ডিসি ও এমপি » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন’র আহবায়ক কমিটির ক্ষমতা হস্তান্তর ও নতুন কমিটির দায়িত্ব  গ্রহণ  জয়পুরহাটে উলামা মাশায়েখ পরিষদ এর উদ্যোগে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাট ভর্নাপাড়া রাস্তাটি মরণ ফাঁদে পরিণত এ যেন দেখার কেউ নেই মহাদেবপুরে বিয়ের প্রলোভনে গৃহবধুকে ধর্ষণ বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন কাজিপুরে যুবলীগের নেতার পদত্যাগ হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি মনি সম্পাদক ডালিম জয়পুরহাটে ৩ শতাধিক রোগীর বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান  মাহদেবপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা আহত ১ ফুলবাড়ীতে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন বদরগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু  ব্ল্যাক আউট দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা, প্রধান আসামি গ্রেফতার সর্বোচ্চ শিরোপাজয়ীর পুরস্কার পেলেন মেসি চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের অবরোধ জুলাই-আগস্ট গণহত্যার তথ্য সংগ্রহ করতে গণবিজ্ঞপ্তি

দূর্ণীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিলে এমপিও বন্ধ: বললেন ডিসি ও এমপি

মোঃ রওশন আলম মান্দা নওগাঁ:
  • সোমবার, ২৯ জুলাই, ২০২৪
দূর্ণীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিলে এমপিও বন্ধ: বললেন ডিসি ও এমপি
print news

মোঃ রওশন আলম মান্দা নওগাঁ: নওগাঁর মান্দায় এমপিও ভুক্ত সকল প্রতিষ্ঠানে দূর্ণীতিমুক্ত ভাবে নিয়োগ বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা ও ব্রহানী সুলতান মাহমুদ (গামা) এমপি। 

সোমবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হল রুমে সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। এ নির্দেশনা অমান্য করে দূর্ণীতির মাধ্যমে কাউকে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে ওই প্রতিষ্ঠান প্রধানের এমপিও বন্ধ করার হুশিয়ারি দেওয়া হয়। 

 সাংসদ ব্রহানী সুলতান মাহমুদ গামা ও জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী সকল সেক্টরে দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ বোর্ড গঠনের পর সেখানে অর্থনৈতিক লেনদেন বা স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে বলে জানান ডিসি। এ এলাকায় যেন এমন কোন ঘটনা না ঘটে সে ব্যাপারে উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের তাদের প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান। 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, চলমান কোটা বিরোধী আন্দোলনের নামে নওগাঁয় কোন ধরনের সহিংসতা আমাদের কাম্য নয়। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 

উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শরিফুল ইসলাম খান, মান্দা মমিন সাহানা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলমসহ  উপজেলার মোট ১২৮টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিগণ।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews