1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
দেশকে অস্থির করার চেষ্টা চলছে, সবাইকে একজোট থাকতে হবে : ড. ইউনূস » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনেক ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শক্তি কাজ করছে : তারেক রহমান দেশকে অস্থির করার চেষ্টা চলছে, সবাইকে একজোট থাকতে হবে : ড. ইউনূস ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাণীনগরে কৃষি ঋণ মেলার সমাপনি অনুষ্ঠিত শার্শায় উদ্বোধণ হলো ‘স্বস্তির বাজার’ কমবে নিত্যপণ্যর দাম পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে  রংপুরের বদরগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি হচ্ছে ইটভাটায় লালমনিরহাটে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ  নীলফামারীর ডিমলায় ট্রাক্টরের চাপায় শিশু মৃত্যু সুন্দরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রাণীনগরে ধানের বীজ বিতরনের উদ্বোধন বগুড়ার সোনাতলায় সাবেক মেয়র গ্রেপ্তার সাগরে ইলিশ না পেয়ে হতাশ জেলেরা, বাড়বে দাম বাংলাদেশ আগের পররাষ্ট্রনীতিতে আর নেই: মুশফিকুল ফজল

দেশকে অস্থির করার চেষ্টা চলছে, সবাইকে একজোট থাকতে হবে : ড. ইউনূস

নিউজ ডেস্কঃ-
  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
দেশকে অস্থির করার চেষ্টা চলছে, সবাইকে একজোট থাকতে হবে : ড. ইউনূস
print news

ছাত্র-জনতার অভ্যুত্থানে পাওয়া স্বাধীনতা যাদের পছন্দ হয়নি তারা দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

আজ বুধবার (৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, গত ৫ আগস্টের পর থেকে নানাভাবে ষড়যন্ত্র চলছে। সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন হওয়ায় অনেকের পছন্দ হয়নি। তারা চেয়েছিল অন্যকিছু। আমরা যে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছি, সেটাকে তারা মুছে দিতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়।

তিনি বলেন, বিজয়ের অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তাদের মতে, আমাদের এখানে ভয়ংকর একটা কাণ্ড ঘটে গিয়েছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তাদের এই অবস্থান মিথ্যা প্রমাণ করার জন্য এবং বাস্তবকে প্রতিষ্ঠিত করতে আমাদের সবাইকে এক জোট হতে হবে। কারণ, এটা কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় নয়, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন।

ভারতের বিভিন্ন প্রোপাগান্ডার ইঙ্গিত প্রধান উপদেষ্টা বলেন, আমরা বারেবারে তাদের বলছি যে আপনারা এখানে আসেন দেখেন, কোনো বাধা নেই। কিন্তু না, তারা ওখান থেকেই কল্পকাহিনি বানিয়ে যাচ্ছে। এখন আমাদের সাড়া দুনিয়াকে বলতে হবে যে, আমরা এক, আমরা যেটা পেয়েছি সেটা একজোট হয়ে পেয়েছি।

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, আপনারা সবাই ভালো বোঝেন। সবাই মিলে আমরা একজোট হয়ে যেন কাজটা করতে পারি, সবাই একত্র হয়ে বললে একটা সমবেত শক্তি তৈরি হয়, এই সমবেত শক্তির জন্যই আপনাদের সঙ্গে বসা।

এর আগে, জাতীয় ঐক্যের প্রয়োজনে এদিন বিকেলে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তখন থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে।

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নির্যাতনসহ বেশ কিছু ভিত্তিহীন অভিযোগ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো মিথ্যা ও অতিরঞ্জিত খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশ বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে। এরমধ্যে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বেড়ে যায়। তার জামিন নামঞ্জুর হওয়ায় ‘চিন্ময়ের অনুসারীরা’ সাইফুল ইসলাম নামে এক আইনজীবী পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার রেশ না কাটতেই ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলা হয়, যাকে ‘পূর্বপরিকল্পিত’ হিসেবে বর্ণনা করে ‘ক্ষুব্ধ প্রতিক্রিয়া’ জানিয়েছে বাংলাদেশ। এসব পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews