দেশ গোল্লায় গেলেও সরকারের কিছু আসে যায় নাঃ জোনায়েদ সাকি ।
দেশ গোল্লায় গেলেও সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
তিনি বলেন, বর্তমান সরকার তাদের ফ্যাসিস্ট ব্যবস্থাকে আরও জোরদার না করে ক্ষমতায় টিকতে পারবে না। এতে দেশ গোল্লায় যাক, জাহান্নামে যাক, তাদের কিছুই আসে যায় না। বড় ধরনের নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞ চালাতে হলেও তারা চালাতে পারে। কিন্তু এটা করতে চাইলেই কাউকে আমরা এটা করতে দিতে পারি না।রবিবার ‘সাইবার নিরাপত্তা আইন: বাক স্বাধীনতা হরণের নয়া হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভায় তি নি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভার আয়োজন করে ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ।
তিনি বলেন, বাংলাদেশকে নাগরিকদের অধিকার হরণের যন্ত্রে যারা পরিণত করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। যাতে করে দেশে এই ধরনের ফ্যাসিবাদ কেউ কায়েম করতে না পারে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ /।