দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শনিবার ( ২২ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় বগুড়া শহরের চকযাদু রোডস্থ দৈনিক চাঁদনী বাজার পত্রিকার অফিস কার্যালয়ে অনুষ্ঠিত কেক কর্তন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশক সাবু ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক রাবিয়া আক্তার (বর্ষা), সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, বিজ্ঞাপন ম্যানেজার রাজিকুল ইসলাম (রাফু), স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার ফেরদৌস আজম (সুমন), স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন, স্টপ রিপোর্টার হেলাল, স্টাফ রিপোর্টার মামুন আরো উপস্থিত ছিলেন, এনামুল, নুরুল ইসলাম, আতিক, ফজলুর রহমান, শাহাদত,শিবলু, দছু,ফারুক, হান্নান, সূর্য, গৌতম, অর্জুনসহ প্রমূখ ।
অনুষ্ঠান শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।