1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
ধর্ষণ রোধে ইসলামের দিক নির্দেশনা » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
দ্বিগুন দামেও মিলছেনা আলুর বীজ, ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ রাসিকের ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ৬ বছর পর সেনাকুঞ্জে খালেদা, ড : ইউনূসের সাথে কুশল বিনিময় ৫ আগস্ট কি ঘটেছিল জানালেন হান্নান মাসউদ নাটোরের সিংড়ায় ডেঙ্গু নিধন অভিযান শুরু মান্দায় নদী ও পুকুরপাড় থেকে দুই লাশ উদ্ধার নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামি বুলবুল গ্রেফতার মান্দায় সশস্ত্র বাহিনী দিবস পালিত  ঘোড়াঘাট ৬ হাজার ৫০০ জনের মাঝে সার ও বীজ বিতরন মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির গাছপালা কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ পাঁচবিবিতে আইডিএ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বিদায় ও বরন অনুষ্ঠিত সাপাহারে  স্মার্ট  প্রকল্প ও কর্মকর্তাদর পরিচিতি সভা অনুষ্ঠিত  রংপুরে ৩.১ মাত্রার ভূমিকম্প অনুভূত নির্বাচন কমিশনের প্রধান হলেন নাসির উদ্দীন হিমালয়-কাঞ্চনজঙ্ঘার প্রভাবে পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে

ধর্ষণ রোধে ইসলামের দিক নির্দেশনা

নিউজ ডেস্কঃ-
  • শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
কমেন্টসে বিস্তারিত;
print news

নিউজ ডেস্কঃ- ধর্ষণ রোধে ইসলামের দিক নির্দেশনা ।সাম্প্রতিক যে বিষয়টি গোটা জাতিকে ভাবিয়ে তুলেছে সেটি হলো ধর্ষণ। যেখানে শিশু থেকে শতবর্ষী বৃদ্ধাও রেহাই পাচ্ছে না। আর ধর্ষকদের অধিকাংশের বয়স বিশ থেকে ত্রিশের কোঠায়।

এক কথায় বলা চলে, আমাদের দেশের কিছু তরুণ ধর্ষণের প্রতিযোগিতায় নেমেছে। প্রতিনিয়ত ধর্ষণের খবরগুলো ক্রমাগতই লোমহর্ষক হচ্ছে।

দ্রুত এ অশুভ প্রতিযোগিতা থেকে পরিত্রাণের জন্য ব্যক্তি ও রাষ্ট্রের যেসব দায়িত্ব রয়েছে ইসলামের দৃষ্টিতে তা তুলে ধরা হলো-

ধর্ষণ রোধে ব্যক্তির দায়িত্ব শালীন পোশাক

আমাদের বর্তমান সমাজে নারী-পুরুষ উভয়ের পোশাকেই শালীনতা আনতে হবে। পুরুষ নারীর বেশে কিংবা নারী পুরুষের পোশাক পরিধান করবে না। এখানে ইসলাম ব্যক্তি স্বাধীনতাকে নষ্ট করেনি বরং অশ্লীলতাকে নিষেধ করেছে।

সমাজের নারী-পুরুষ আজ পাতলা ও আঁটোসাঁটো পোশাকের মহড়া দিচ্ছে। যার সয়লাব তরুণ-তরুণীদের অন্যায়ে উদ্বুদ্ধ করছে। অথচ জারির ইবন আব্দুল্লাহ (রা.) বলেন, অনেক মানুষ পোশাক পরিধান করা অবস্থায় উলঙ্গ থাকেন, অর্থাৎ তার পোশাক পাতলা বা স্বচ্ছ হওয়ায় ‘সতর’ আবৃত হয় না (মাজমাউজ জাওয়াইদ : ৫/১৩৬)।

নিম্নগামী দৃষ্টি

নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই চোখ অবনমিত রাখার বিধান পবিত্র কুরআনে দেওয়া হয়েছে। আমরা তা থেকে দূরে গিয়ে বরং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় আমাদের বোনদের উত্ত্যক্ত করার জন্য দলবেঁধে ওতপেতে বসে থাকি। তরুণদের নগ্ন থাবা তরুণীদের অসহায় করে তোলে।

ব্যভিচার সংঘটিত হয়। অথচ আল্লাহতায়ালা বলেন, (হে নবি) মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। (সূরা আন-নুর : ৩০-৩১)।

প্রাপ্ত বয়সে বিয়ে করান

আমাদের সমাজ আজ বেকারত্বের অজুহাতে বিয়েকে কঠিন করে ফেলেছে আর অলিখিত বিধানে জেনা, পরকীয়া এমনকি ধর্ষণকেও বৈধতা দিয়েছে। বাবা-মায়ের উচিত, সন্তান প্রাপ্ত বয়সে উপনীত হলে সামর্থ্য থাকলে তাকে বিয়ে দেওয়া। বিয়ে শিক্ষা বা চাকরির জন্য অন্তরায় হয় না বরং নিরাপদ হয়।

বিয়ে প্রথা কঠিন হওয়ায় সমাজের তরুণ-তরুণীরা আজ অবৈধ ভালোবাসায় জড়াচ্ছে, সম্পর্কচ্ছেদ হয়ে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, সম্পর্কের নামে দৈহিক মেলামেশা অবাধ হচ্ছে। অথচ, সঠিক সময়ে বিয়ে হলে সমস্যাগুলো সমাধান সহজ হয়ে যেত।

পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা বিয়েহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও-তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। (সূরা আন-নুর : ৩২)।

ব্যভিচারকে বৃদ্ধাঙ্গুলি

বিয়েবহির্ভূত উভয়ের সম্মতিতে দৈহিক সম্পর্ক হচ্ছে জেনা, বিবাহিত কিন্তু পরকীয়ার মাধ্যমে দৈহিক সম্পর্ক হচ্ছে ব্যভিচার আর বল প্রয়োগ কিংবা অস্ত্রের ভয় দেখিয়ে যে দৈহিক সম্পর্ক হচ্ছে সেটিই ধর্ষণ। আমাদের সমাজে আজ সবই মহামারি আকার ধারণ করছে। এ থেকে বাঁচতে আল-কুরআনের ছায়াতলে আসতে হবে। বলা হয়েছে, তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং মন্দ পথ। (আল-ইসরা : ৩২)।

রাষ্ট্রের দায়িত্ব ধর্ষকের বিচার দ্রুত নিষ্পত্তি

ধর্ষণে তিনটি অপরাধ ফুটে ওঠে। ক. ব্যভিচার, খ. সম্ভ্রম লুণ্ঠন, গ. বল প্রয়োগ। সুতরাং এ অভিযোগে অভিযুক্তদের তিনটি ধারাতেই দৃষ্টান্তমূলক বিচারের সুযোগ থাকতে হবে। প্রকৃত ধর্ষকের পক্ষে উকিল নিযুক্ত থাকার বিষয়ে সীমাবদ্ধতা আইন করা সমীচীন হবে। অর্থদণ্ডে দণ্ডিত করে সাজা থেকে মুক্তি দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষকের কোনো দল থাকতে পারে না।

তাই, ধর্ষক যে দল, ধর্ম বা মতেরই হোক না কেন ডিএনএ পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলার পর কালক্ষেপণ না করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষকের পক্ষে কোনো পদস্থ ব্যক্তির সুপারিশ অগ্রহণযোগ্য হিসাবে বিবেচিত করতে হবে। আর বল প্রয়োগে ধর্ষণকারীর বিচার পবিত্র কুরআন থেকে কোনো একটি চয়ন করা যথার্থ হবে মনে করছি।

এরশাদ হয়েছে-যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের শাস্তি হচ্ছে, তাদের হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে অথবা তাদের হস্তপদগুলো বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। (আল-মায়িদাহ : ৩৩)।

নৈতিক শিক্ষার গুরুত্বারোপ বৃদ্ধি

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চরিত্র অবক্ষয় রোধে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদান ও এর গুরুত্ব বাড়াতে হবে। সম্ভব হলে বিজ্ঞান বিষয়ের মতো নৈতিক শিক্ষায়ও ২০-২৫ নম্বরের ব্যবহারিক নম্বর থাকতে পারে। তবেই আমাদের তরুণ সমাজ ধর্ষণের ভয়াবহতা ও এর শাস্তি সম্পর্কে জানবে এবং নারীদের সম্মান দিতে শিখবে। তদ্রূপ তরুণীরাও তাদের শ্রেষ্ঠ যে মর্যাদা ইসলাম দিয়েছে তা রক্ষায় সচেষ্ট হবে। এ কারণেই রাসূল (সা.) বলেছেন, (ধর্মীয় আবশ্যিক) জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ (সুনানু ইবনে মাজাহ : ২২৪)।

ভিকটিমের জেরা হবে নমনীয় ভাষায়

আমাদের আইনে এখনো বলা আছে যে, ‘একজন যদি ধর্ষণের অভিযোগ করেন, তাহলে বিচারের সময় তার চরিত্র নিয়ে নানা ধরনের প্রশ্ন করা যাবে’। ফলে আদালতে দাঁড়ানো ধর্ষিতা মা-বোন অভিযুক্তের আইনজীবী দ্বারা এমন জেরার মুখে পড়েন যা তাদের মর্যাদাকে আরও ভূলণ্ঠিত করে। বিচারক উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারলেও আইন যেহেতু এ ধরনের প্রশ্নের অনুমতি দিয়েছে তাই তিনিও নিরুপায় হন। এ বিষয়গুলোতে পরিবর্তন আনার বিষয়ে মাননীয় আইনমন্ত্রী আনিসুল হকও একমত পোষণ করে ২০১৯ সালে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

মানুষের মস্তিষ্ক পরিবেশ দ্বারাই প্রভাবিত হয়, তাই আমাদের পরিবেশ বদলাতে হবে। আসুন আমরা সবাই আমাদের বেশভূষার বিষয়ে সচেতন ও শালীন হই। পিতা-মাতা সন্তানের বিয়ের ক্ষেত্রে উপযুক্ত সময় নির্বাচন করি। ব্যভিচারে লিপ্ত সমাজকে বজ্রকণ্ঠে প্রতিহত করি এবং দেশের আইন কার্যকর করতে সরকারকে সর্বাত্মক সহায়তা করি।

পরিশেষে জাতির পিতার শতবর্ষে চলমান এ অশুভ প্রতিযোগিতা বন্ধে এবং নারীর সম্ভ্রম রক্ষায় দ্রুত কঠোর আইনে বিচারকার্য বাস্তবায়নই সরকারের প্রতি আপামর জনগণের আকুতি।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews