ধামইরহাটে অংশগ্রহণমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচি উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়ণসভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে অংশগ্রহণ মূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচি উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়ণসভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) দুপুর ১২টায় উমার ইউনিয়ন পরিষদ চত্বরে উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক সরকারের সভাপতিত্বে ‘ধামইরহাট এ.পি., ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর সহযোগিতায় ও ‘উমার সি.ভি.এ. ওয়ার্কিং কমিটি ও ভি.ডি.সি.’-এর বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.পি. ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন, ধামইরহাট ম্যানুয়েল হাঁসদা।
আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার, ধামইরহাট উমার পি.এফ.এ ড্যানিশ তপ্ন, উমার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর সিদ্দিক ও সদস্যবৃন্দ, সি.ভি.এ. কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন(সি.ভি.এ.)’ সম্পর্কে ধারণা ও এটার বিভিন্ন লক্ষ্য, উদ্দেশ্য, নীতিমালা সম্পর্কে আলোচনা করেন।