1. dailybogratimes@gmail.com : admin :
ধামইরহাটে অতি দরিদ্র পরিবারে নগদ অর্থ ও শিক্ষার্থীদের কলম ও খাতা বিতরণ - Daily Bogra Times
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম

ধামইরহাটে অতি দরিদ্র পরিবারে নগদ অর্থ ও শিক্ষার্থীদের কলম ও খাতা বিতরণ

গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০ Time View
ধামইরহাটে অতি দরিদ্র পরিবারে নগদ অর্থ ও শিক্ষার্থীদের কলম ও খাতা বিতরণ
print news

গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা শাখা এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও হতদরিদ্র পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা বিতরণ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এপি, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা ডেনিশ তপ্নের সভাপতিত্বে উপজেলার তালিকাভুক্ত ৩৫৩১জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম এবং ৩২৩জন অতি দরিদ্র পরিবারের সদস্যদের মাথা পিছু প্রত্যেককে নগদ অর্থ হিসেবে ১৮ হাজার টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। 

ধামইরহাট শাখা ওয়ার্ল্ড ভিশন জানায়, “উপজেলার তালিকাভুক্ত ৩২৩ জন অতি দরিদ্র পরিবারের সদস্যদের শর্তসাপেক্ষে ১৮ হাজার টাকা দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে ১৯৫জন নারী ছাগল কিনবেন, ১৫৭জন মুরগী, ১৭৮জন হাঁস, দুইজন ব্যক্তি সেলুন, ৯জন নারী সেলাই মেশিন কিনবেন, ১৯জন ভেড়া, ছয় জন নারী সবজি বাগান ও পাঁচ জন ক্ষুদ্র ব্যবসার মধ্য দিয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

নগদ অর্থ সহায়তা পেয়ে দিপালী বলেন, “অভাবের সংসারে নগদ ১৮ হাজার টাকা পেয়ে ভীষণ উপকার হলো। এই টাকা দিয়ে হাঁস মুরগি পালন করে সংসারের অভাব মিটিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ যোগাব।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “উপকারভোগীদের এতদিন যত অনুদান দেওয়া হয়েছে ওই সব পরিবার নিশ্চয় সামাজিক ও পারিবারিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা। নাকি সেই অর্থ তাঁরা নষ্ট করেছেন? এই অর্থ যেন পানিতে ফেলে না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে।”

তিনি আরও বলেন, “উপজেলার অতি দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার ১৪৩টি খাত থেকে বয়স্ক ও বৃদ্ধ ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন রকম ভাতা দিয়ে উপকার-ভোগীদের সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে নগদ অর্থসহ এই উপকরণ বিতরণ করা হলো।”

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, ডেভিড সাংমা, মুকুল বৈরাগী, শিশু সুরাক্ষা অফিসার প্রদীপ হাসদা, ইভা বিশ্বাস প্রমুখ। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews