ধামইরহাটে চোলাই মদসহ আটক-২ জন ।
গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ২০৭৯ লিটার চোলাই মদসহ পলাশ সিং (২০) ও বিজেট সিং (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আবাদপুর এলাকার শ্রী সুরেশ সিংয়ের ছেলে পলাশ সিং ও বিজেন সিংয়ের ছেলে বিজেট সিং।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল আটটায় র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার মো. ইমদাদ হোসেন জানান যে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পলাশ ও বিজেট সিং দীর্ঘদিন ধরে আবাদপুর গ্রামের নিজ বাড়িতে অবৈধভাবে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি করত এবং সেগুলো সংরক্ষণ করে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে খুচরা ও পাইকারীভাবে বিক্রি করে আসছিল।
এরই ভিত্তিতে গত বৃহস্পতিবার ওই এলাকায় অভিযানের সময় বিপুল পরিমান চোলাই মদ মজুদ অবস্থায় তাদের হাতেনাতে গ্রেফতারের মাধ্যমে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, “গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে মাদক নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হবে।”