ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের জমকালো আয়োজনে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে ধারণ করে ৫১ দিন ব্যাপি তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা স্মৃতি সৌধ চত্বরে যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান ৭টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৭টি ইভেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর উপজেলা শিল্পকলা একাডেমি ও তরুন ব্যান্ড শূন্যস্থান ও আগত অন্যান্য শিল্পীদের নিয়ে সচেতনতা মূলক নাটিকা, পুথি পাঠ, শিশু শিল্পীদের নাচ ও গানের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মিলন কুমার, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল আজিজ মন্ডল, অরিন্দম মাহমুদ, রেজুয়ান আলম, মুমিনুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সাজিদ বিল্লাহ ও শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক এমকে জিন্নাহ চৌধুরী প্রমুখ।