ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধামইরহাট পৌর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে রাত আটটায় নওগাঁ জেলা বিএনপির সদস্য এসকেএম ইকবাল রাব্বির সঞ্চালনায় জেলা
বিএনপির আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এই কাউন্সিলে পৌর বিএনপির ৬৩৯ জন সদস্যদের ভোটপ্রদানের মাধ্যমে সভাপতি পদে মো. শহিদুর ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুর রহমান ও মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম টুকু, এসএম রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, সদস্য নূরে আলম মিঠু, আসাদুজ্জামান মুনির, ধামইরহাট পৌর বিএনপির সদস্য প্রভাষক জামাল উদ্দিন, আরিফুল ইসলাম চপল প্রমুখ।