ধামইরহাটে র্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ
গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ২০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. হাফিজুল ইসলাম (৪২) ও মাসুদ রানা (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃত মো. হাফিজুল ইসলাম মৃত আব্দুস সামাদের ছেলে এবং মাসুদ রানা দক্ষিণ জাহানপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় র্যাবের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, “গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকায় এক অভিযানের সময় ওই দুইজনকে ২০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ট্যাবলেট অবৈধভাবে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে তারা।”
র্যাব আরও জানায় যে মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, “র্যাবের হাতে গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীদের মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।”
গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি