ধামইরহাটে সাহিত্যমেলা অনুষ্ঠিত হয়েছে।
গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। এমন আয়োজনে কবিদের পদচারণায় যেন মুখরিত হয়েছিল উপজেলা সাহিত্য মেলা। বাদ যায়নি স্কুলের শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা।
সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় ধামইরহাট সরকারি এমএম কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। উপজেলা পর্যায়ে এই প্রথম ছড়িয়ে ছিটিয়ে থাকা কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্য মেলাটি যেন প্রাণ ফিরে পায়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথি ও স্থানীয় কবিদের উত্তরীয় পড়ানো হয়। এরপর স্বরচিত কবিতা পাঠ, ছোট গল্প, গদ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কবি অরিন্দম মাহমুদ বলেন, "উপজেলা পর্যায়ে কবি সাহিত্যিকদের নিয়ে এর আগে এমন করে কেউ কখনো ভাবেননি। তৃণমূল পর্যায়ে লেখকদের নিয়ে উপজেলা সাহিত্য মেলাটি যেন প্রতিবছর প্রাণ ফিরে পায়। এ বিষয়ে আয়োজক ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করি।"উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, "বাংলা একাডেমির সমন্বয়ে আবহমান বাংলার ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতিকে ধারণ, লালন, সংরক্ষণ ও বিকাশের প্রয়াসে উপজেলার তৃণমূল পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দুইদিনব্যাপী সাহিত্য মেলা আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় কবি ও সাহিত্যিকদের প্রকাশিত গ্রন্থের উন্মুক্ত বুক স্টল দেখে তিনি মুগ্ধ হয়েছেন।"এ সময় উপস্থিত ছিলেন জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এসএম আশিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কথাসাহিতিক আব্দুর রাজজাক বকুল, ‘শিল্প ও সাহিত্যের কাগজ‘ পালকি সম্পাদক কবি অরিন্দম মাহমুদ, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আশরাফুল নয়ন, সহ-সভাপতি কবি অনিন্দ্য তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন মোরশেদ, প্রচার সম্পাদক কবি মারিয়া নূর।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিশিল্পী আহম্মদ হোসেন বাবু , ধামইরহাট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, বরেন্দ্রভূমির ইতিহাস ঐতিহ্য বিষয়ক গবেষক ও লেখক প্রভাষক আব্দুর রাজ্জাক প্রমুখ।গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি