1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে সর্বসাধারণ » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি বীরের দল ডাঃ এজেডএম জাহিদ হোসেন ৪দিনে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে ৪১০ মেট্রিক টন চাল আমদানি হিলিতে কমেছে পেঁয়াজের দাম কেজি ৬০ টাকা রাণীনগরে মাদক ব্যবসায়ী আটক সুন্দরগঞ্জে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার ২ কারবারি গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন রাজশাহীতে বিচারের মীমাংসার সময় বিএনপি নেতাকে ছুরিকাঘাত আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া আচরণবিধি ভঙ্গের দায়ে ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকে নিষিদ্ধ সাড়ে ৫০০ ফ্রিজ করা একাউন্টে ১৪ হাজার ৫০০ কোটি টাকা প্রতিবেশী সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয় : ডা. শফিকুর রহমান পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত বেড়ে ৪২ নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২ বেনাপোল সীমান্ত থেকে ৮৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার

নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে সর্বসাধারণ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
  • মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে সর্বসাধারণ
print news

নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে সর্বসাধারণ সময়মতো গন্তব্যে পৌঁছতে না পারলেও তাদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভারা।

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ বাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের উভয়পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য নওগাঁর সকল রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে দূরে অবস্থানরত বিভিন্ন চাকরিজীবীসহ সাধারণ জনগণকে। সময়মতো গন্তব্যে পৌঁছতে না পারলেও তাদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভারা।

জানা যায়, সরকারি ভাবে মহাসড়কে সিএনজি চলাচলের কোন অনুমতি নেই। সরকারি নিয়ম না মেনে এরপরেও তারা মহাসড়কে ভাড়ায় সিএনজি চালায়। এতে বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা বরাবরই বাধা দেয়। সিএনজি মহাসড়কে চলাচল করায় প্রায়শই দেখা যায় দূর্ঘটনা, এতে প্রাণ যায় শতশত মানুষের। এসব রোধে বরাবরই মহাসড়কে সিএনজি চলাচলে বাধা দিয়ে আসছে নওগাঁ বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাদের বাধা দেওয়ায় বাস শ্রমিক ও সিএনজি ড্রাইভারদের মধ্যে মাঝে মাঝেই বাস ভাঙচুরসহ শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। অন্যান্য দিনের মতো গতকাল সোমবার সন্ধ্যায় নওগাঁয় বাস শ্রমিক ও সিএনজি ড্রাইভারদের মধ্যে দ্বন্দ্ব হয়। এতে করে আজ মঙ্গলবার নওগাঁর সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

জানতে চাইলে নওগাঁ থেকে সাপাহারে যাত্রী আরমান হোসেনসহ অন্যান্য যাত্রীরা বলেন, বাস শ্রমিকদের এই ধর্মঘটের কারণে আমাদের এখন দ্বিগুণ ভারা দিয়ে সিএনজি ও ব্যাটারি চালিত চার্জারভ্যানে করে যেতে হচ্ছে। এতে আমাদের সময়ও দ্বিগুণ বা তার চেয়ে বেশি লাগছে।

জানতে চাইলে নওগাঁ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজাহারুল ইসলাম বলেন, সিএনজি চালকদের সাথে দ্বন্দ্বের কারণে নওগাঁর সকল রুটে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ না এর সমাধান হয় ততক্ষণ বাস চলাচল বন্ধ থাকবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews