1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
নওগাঁয় সন্ত্রাসীর হামলায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু » Daily Bogra Times
Logo মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাণীনগরে মাজার-ঈদগাঁর প্রায় ৯০লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোদাগাড়ীতে কোন অপরাধ না জেনেই তৃতীয় শ্রেণীর সব ছাত্রীকেই পিটুনি শিক্ষককে শোকজ উল্লাপাড়া পৌরসভায় দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সুন্দরগঞ্জে দোস্ত এইডের ফুড প্যাক বিতরণ  জনসভা সফল করতে নেতাকর্মীদের সাথে সাক্ষাত ও সমাবেশস্থল পরিদর্শন করলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেওয়া হবে না : আসিফ মাহমুদ ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন প্রিজন ভ্যান আটকে দেওয়ার ২ ঘণ্টা পর কারাগারে চিন্ময় কৃষ্ণ ইমরান খানের মুক্তির দাবিতে রণক্ষেত্র ইসলামাবাদ চিন্ময় দাসের মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চায় ইসকন এ আর রহমানকে বাবার চেয়ে বড় উল্লেখ করে যা বললেন মোহিনী গোদাগাড়ীতে বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও ইউএনও’কে স্মারকলিপি বিক্ষোভে উত্তাল পাকিস্তান : নিহত ৬, সেনা মোতায়েন শাপলা চত্বর গণহত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে অভিযোগ হেফাজতের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে যা বলল ভারত

নওগাঁয় সন্ত্রাসীর হামলায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
নওগাঁয় সন্ত্রাসীর হামলায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু
print news

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর সদর উপজেলায় আওয়ামী সন্ত্রাসী মোহাম্মদ আলীর হামলায় চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল মজিদ (৬০) নামের বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার পূর্বরাত ২ টার দিকে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও আহত হয়েছিলেন তার দুই সহোদর কাবিল হোসেন (৩৮), শফিকুল ইসলাম (৪৫)। নিহত আব্দুল মজিদ ও আহতরা ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোনেসের ছেলে।

সেই সময় প্রত্যক্ষদর্শিরা জানান, গত ২ নভেম্বর দিবাগত রাত ১০ টার দিকে তিন সহোদর আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল ইসলাম দোকান বন্ধ করে ইয়াদ আলীর মোড় মজিদের গোস্তের দোকানে বসে ছিল হঠাৎ করে আওয়ামীলীগ সন্ত্রাসী মোহাম্মদ আলী নেতৃত্বে ৪ থেকে ৫ জন মোটরসাইকেল যোগে এসে পিস্তল দিয়ে গুলি ও চাপাতি দিয়ে কুপাইয়া রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার সময় ১টি পিস্তল ও ১টি মোটরসাইকেল জনগণের চাপের মুখে পড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। 

তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসলপাতালে ভর্তি করায় সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজে রেফার্ট করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার কর্তবরত চিকিৎসক তার স্বজনদের জানান, আব্দুল মজিদকে সুস্থ্য করা আর সম্ভব নয়। আপনারা তাকে বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে আসার পর আজ রাত ২ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার বিষয়ে ইতিপূর্বে মামলা হয়েছে দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে, ভিকটিম মৃত্যু বরণ করায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews