নওগাঁ মান্দায় অভিযোগ করে প্রতিকার না পাওয়াই -বিপাকে বাদী ।
মান্দা প্রতিনিধি ঃ নওগাঁ মান্দায় নূরুল্যাবাদ ইউনিয়নের পার – নূরুল্যাবাদ মশলুইটা পাড়ার রহিম উদ্দিন নিজ জমিতে কাজ করতে গেলে বিবাদী গন তাকে জমি থেকে উচ্ছেদ করতে বেআইনি ভাবে মারধর করার অভিযোগ উঠেছে।
রহিম উদ্দিন প্রতিকার চেয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ করে দীর্ঘ দিন হলেও কোন বিচার না পেয়ে হতাশা ও অনিরাপদ পরিস্থিতি মোকাবেলা করছে বলে জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, রহিম উদ্দিন নিজ জমিতে কাজের জন্য গেলে বিবাদী গন বেআইনি ভাবে তার সাথে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে, কারণটা জানতে চাইলে আমার হাতের কোদাল কেড়ে নিয়ে অতর্কিত হামলা করে। শরীরের বিভিন্ন জায়গা কোদালের ধারালো অংশ দিয়ে মাথায় আঘাত করলে ডান হাত দিয়ে ফেরানো চেষ্টায় হাত কেটে যায় এবং মৃত্যু নিশ্চিত করতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে,চিৎকার শুনে ময়েজউদ্দিন এর ছেলে আজিজুল,উসমানের ছেলে রহিদুল, আজিজের ছেলে আজিবর সর্ব সাং নুরুল্যাবাদ মশলুইটা পাড়া, মান্দা,নওগাঁ।বিবাদীর হাত থেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করিলে হাতে ৮টি ও পায়ে ২টি সিলাই দিয়ে রক্ত ক্ষরন বন্ধ করে বলে অভিযোগে উল্লেখ করেন। এছাড়াও আমার বসতবাড়ি উচ্ছেদের জন্য বাড়ির টিউবওয়েল ঘরের সিঁড়ি, ঘরের চালের টিন, ধারালো অস্ত্রে কুপাইয়া ভাঙচুর করিয়া বিবাদিগণ অন্যায় ভাবে তালাবদ্ধ করিয়া রেখেছে।নিজ বাড়িতে নিরাপত্তা হীনতাবোধ করছে।তিনি মৌখিক ভাবে জানান,বেশ কিছু দিন হলেও কোন প্রতীকার না মিলাই পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
মান্দা থানা এসআই অর্জুন জানান,অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, উভয় পক্ষের মাতব্বরগণ সমঝোতার চেষ্টা করে স্থানীয়ভাবে, চেষ্টা ব্যর্থ হওয়ায় আইনগত ভাবে রিপোর্ট প্রদান প্রক্রিয়া চলছে।
মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান,অভিযোগ তদন্ত করতে এস আই অর্জুনকে দায়িত্ব দিয়েছি। রির্পোট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।