1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
নওগাঁ মান্দায় অভিযোগ করে প্রতিকার না পাওয়াই -বিপাকে বাদী » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বগুড়ায় কাঁচা মরিচ উঠানো শুরু, কমবে দাম হিলিতে নারী উদ্যোক্তা সদস্যের শো-রুম উদ্বোধন উল্লাপাড়ায় বাসাবাড়ি জোলার কালভার্ট চলাচল অযোগ্য, জনদূর্ভোগে মানুষ পদ্মা সেতু হয়ে বেনাপোল-যশোর-নড়াইল-খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা হিলিতে আরনু জুটমিল বন্ধ, দিশেহারা শ্রমিকরা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, ধানের শীষের জয় নিশ্চিত : ডাঃ জাহিদ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উল্লাপাড়ায় প্রতি মণ খিড়ার দাম ১৭০০ টাকা, দামে খুশী কৃষক জয়পুরহাট পাঁচবিবিতে জিয়া পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ মান্দায় অভিযোগ করে প্রতিকার না পাওয়াই -বিপাকে বাদী

মোঃ সজিব, মান্দা প্রতিনিধি ঃ
  • বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
নওগাঁ মান্দায় অভিযোগ করে প্রতিকার না পাওয়াই -বিপাকে বাদী
print news

নওগাঁ মান্দায় অভিযোগ করে প্রতিকার না পাওয়াই -বিপাকে বাদী ।

মান্দা প্রতিনিধি ঃ নওগাঁ মান্দায় নূরুল্যাবাদ ইউনিয়নের পার – নূরুল্যাবাদ মশলুইটা পাড়ার রহিম উদ্দিন নিজ জমিতে কাজ করতে গেলে  বিবাদী গন তাকে জমি থেকে উচ্ছেদ করতে বেআইনি ভাবে মারধর করার  অভিযোগ উঠেছে। 

রহিম উদ্দিন প্রতিকার চেয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ করে দীর্ঘ দিন হলেও কোন বিচার না পেয়ে হতাশা ও অনিরাপদ পরিস্থিতি মোকাবেলা করছে বলে জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, রহিম উদ্দিন নিজ জমিতে কাজের জন্য গেলে বিবাদী গন বেআইনি ভাবে তার সাথে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে, কারণটা জানতে চাইলে আমার হাতের কোদাল কেড়ে  নিয়ে  অতর্কিত হামলা করে। শরীরের বিভিন্ন জায়গা  কোদালের ধারালো অংশ দিয়ে মাথায় আঘাত করলে ডান হাত দিয়ে ফেরানো চেষ্টায়  হাত কেটে যায় এবং মৃত্যু নিশ্চিত করতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে,চিৎকার শুনে  ময়েজউদ্দিন এর ছেলে আজিজুল,উসমানের ছেলে রহিদুল, আজিজের ছেলে আজিবর  সর্ব সাং নুরুল্যাবাদ মশলুইটা পাড়া, মান্দা,নওগাঁ।বিবাদীর হাত থেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করিলে হাতে ৮টি ও পায়ে ২টি সিলাই দিয়ে  রক্ত ক্ষরন বন্ধ করে বলে অভিযোগে উল্লেখ করেন। এছাড়াও আমার বসতবাড়ি উচ্ছেদের জন্য বাড়ির টিউবওয়েল ঘরের সিঁড়ি, ঘরের চালের টিন, ধারালো অস্ত্রে  কুপাইয়া ভাঙচুর করিয়া  বিবাদিগণ অন্যায় ভাবে তালাবদ্ধ করিয়া রেখেছে।নিজ বাড়িতে নিরাপত্তা হীনতাবোধ করছে।তিনি মৌখিক ভাবে জানান,বেশ কিছু দিন হলেও কোন প্রতীকার না মিলাই পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। 

মান্দা থানা এসআই অর্জুন জানান,অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, উভয় পক্ষের মাতব্বরগণ সমঝোতার চেষ্টা করে স্থানীয়ভাবে, চেষ্টা ব্যর্থ হওয়ায় আইনগত ভাবে রিপোর্ট প্রদান প্রক্রিয়া চলছে। 

মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান,অভিযোগ তদন্ত করতে এস আই অর্জুনকে দায়িত্ব দিয়েছি। রির্পোট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews