নড়াইলের মাইজপাড়া বাজার বনিক সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত
শেখ মাসুদ পারভেজ (নড়াইল)ঃ নড়াইল সদরের মাইজপাড়া বাজার বনিক সমিতির নির্বাচন -২০২৩ আনন্দঘন পরিবেশে,শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার ২৯জুলাই সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহন করা হয়। মোট ভোটার: ৩৬৬জন, ৩৫৯টি ভোট প্রদান করে।
বিজয়ী হলেন সভাপতি পদে মো: জসিম উদ্দিন ২০০ ভোট পেয়ে বিজয়ী , নিকটতম প্রতিদন্দিত মো: জিল্লুর রহমান ১৫৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি মো: উজ্জল মোল্ল্যা ২০০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মোক্তার হোসেন ১৫৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো:আশরাফুল আলম প্রাপ্ত ভোট ২১৪ , নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: বদরুজ্জামান ৫৪, মো: খায়রুল ইসলাম ৪৮, তারিকুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।
সহ-সারণ সম্পাদক পদে মো: জিয়াউর রহমান ১৮১ ভোট পেয়ে বিজয়ী,নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ কুন্ডু পেয়ছেন ১৬৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে কিশোর কর্মকার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ১৬৪ ভোট পেয়েছেন।
মোট ১০জন সদস্য নির্বাচিত হয়েছেন এরা,- অবতার রায়, শিমুল মিয়া, আবু হাসান মোল্ল্যা, মো: জামিনুর মোল্ল্যা,মো: মুকুল মোল্ল্যা, প্রদীপ কুমার সাহা, প্রভাত কুমার দে, মো: আব্দুল্লাহ শিমুল, মো: মুজাহিদুর রহমান পলাশ ও মো: বাচ্চু মোল্ল্যা। প্রতিদ্বন্দ্বিতা করেন ১১জন। মো: কবির মোল্ল্যা ১৬৯ ভোট পেয় পরাজিত হন।
সমিতির নির্বাচনে ২জন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন,-সাবেক মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বনিক সমিতির সভাপতি মো: জিল্লুর রহমান। বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জসিম উদ্দিন ।
এ'সকল তথ্য নিশ্চিত করেন,- প্রধান নির্বাচনি কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার। নির্বাচন চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন আইন শৃক্ষলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ও ইলেকট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।