1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
নড়াইলে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগে হামলার প্রতিবাদে সংসদ সদস্য প্রার্থী এ এম আব্দুল্লাহর সংবাদ সম্মেলন » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সিংড়ায় গৃহবধূর লাশ উদ্ধার রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বগুড়ায় কাঁচা মরিচ উঠানো শুরু, কমবে দাম হিলিতে নারী উদ্যোক্তা সদস্যের শো-রুম উদ্বোধন উল্লাপাড়ায় বাসাবাড়ি জোলার কালভার্ট চলাচল অযোগ্য, জনদূর্ভোগে মানুষ পদ্মা সেতু হয়ে বেনাপোল-যশোর-নড়াইল-খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা হিলিতে আরনু জুটমিল বন্ধ, দিশেহারা শ্রমিকরা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, ধানের শীষের জয় নিশ্চিত : ডাঃ জাহিদ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উল্লাপাড়ায় প্রতি মণ খিড়ার দাম ১৭০০ টাকা, দামে খুশী কৃষক

নড়াইলে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগে হামলার প্রতিবাদে সংসদ সদস্য প্রার্থী এ এম আব্দুল্লাহর সংবাদ সম্মেলন

শেখ মাসুদ পারভেজ শামিম (স্টাফ রিপোর্টার)-
  • বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
নড়াইলে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগে হামলার প্রতিবাদে সংসদ সদস্য প্রার্থী এ এম আব্দুল্লাহর সংবাদ সম্মেলন
print news

নড়াইলে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগে হামলার প্রতিবাদে সংসদ সদস্য প্রার্থী এ এম আব্দুল্লাহর সংবাদ সম্মেলন

শেখ মাসুদ পারভেজ (লোহাগড়া প্রতিনিধি) : নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগকালে দলীয় নেতৃবৃন্দের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৬ টায় দিকে লোহাগড়া জামরুলতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী (বুয়েট) লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত প্রায় এক বছর যাবত আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে প্রচার করছি। এর ধারাবাহিকতায় গতকাল ১৩ সেপ্টেম্বর আমি একটি গাড়ি বহর নিয়ে নড়াইল সদরের শাহবাদ হয়ে মাইজপাড়ার উদ্দেশ্যে রওনা হই। শাহবাগ ইউনিয়নের আলোকদিয়া বাজারে পৌঁছানোর পর একদল সন্ত্রাসী অতর্কিত আমার গাড়ি, আমিসহ অন্যান্যদের উপরে হামলা চালায়। সন্ত্রাসীরা এসে আমাকে হামলার সময় অকথ্য গালাগালি দিয়ে বলতে থাকে “এখানে এমপি মাশরাফি আছে, তুই কেন আসলি ” এমপি হতে পারলে আসবি। এই বলে গাড়ি ভাঙচুর ও পেটাতে থাকে। এ সময় একটি প্রাইভেট কার একটি মাইক্রোবাস সহ ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করে ও প্রায় ৫০ জন বিভিন্নভাবে তাঁদের মারপিটে আহত হয়েছে। তিনি গণমাধ্যমে আরো বলেন, আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই বর্তমান সংসদ এর ফেসবুক কেন্দ্রিক সমর্থকগোষ্ঠী আমাকে নানারকম ভয়ভীতি কটুক্তিও মিথ্যা প্ররোচনা চালায়। বর্তমান সংসদের বিরুদ্ধে অন্য কেউ প্রার্থী হতে পারবে না এটাই তাদের মূল বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে শতফুল ফুটতে দিতে বলেছেন, সেখানে এ ধরনের মানসিকতা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই মানসিকতার সাথে এই হামলার সম্পর্ক থাকতে পারে বলে নানা ঘটনায় প্রতিয়মান হয়েছে। এ কারণে আমাকে হত্যা চেষ্টা সহ নারকীয় হামলার প্রশাসনিক তদন্ত করে দোষীদের অতি দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এরকম পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীন বোধ করছি। লোহাগড়া নড়াইলের আপামর জনসাধারণ, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে এই অরাজনৈতিক পরিবেশের বিরুদ্ধে সোচ্চার হই এবং আমাদের অতীতের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনি ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হালিম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান বাচ্চু, নবগঙ্গাডিগ্রী কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মোঃ মোশারফ হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা মুন্সি শরিফুল ইসলাম, বিএম হাসান, মোঃ বাদশা কাজী, জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মোজান খাঁনসহ প্রমুখ।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews